Connect with us
ক্রিকেট

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে সুপার সিক্সে বাংলাদেশ

বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ছবি- গুগল

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্ষুদে বাঘিনীরা।

বুধবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস হেরে প্রথমে বোলিং করতে নামে টাইগ্রেসরা।

এদিন বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১০৩ রানে থামে যুক্তরাষ্ট্রের রানের চাকা। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন স্নিগ্ধা পল। এছাড়া দিশা ধিনগ্রা ২০, ইসানি ভাগহেলা ১৭ এবং অধিনায়ক গেতিকা ১৬ রান করেন। বাংলদেশের পক্ষে টাইগ্রেস অধিনায়ক দিশা ২টি ও মারুফা ১টি উইকেট নেন।

পরে ১০৩ রানের জবাবে মাঠে নেমে দলীয় ২১ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে দিলারা আক্তারকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। ঝোড়ো ব্যাটিং করা স্বর্ণার ১৪ বলে ২২ রানের ইনিংসে ভর করে ৩৮ রানের জুটি পায় দল।

পরে স্বর্ণার বিদায়ের পরের ওভারেই ১৭ রান করে সাজঘরে ফেরেন দিলারা। রাবেয়ার ১৮*, দিশা বিশ্বাস ১০ ও মিস্টি সাহার ১৪ রানে ১৭.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এদিকে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই সুপার সিক্সে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সবার আগে পরের রাউন্ডে গেল বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন টেনিসের ‘ব্যাডবয়’ নিক কিরগিওস

ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৩/এসএ 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট