Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময় চূড়ান্ত, দেখেনিন সূচি

চলমান ইংল্যান্ড সিরিজ শেষ হলে দম ফেলার সুযোগ থাকবে না সাকিব-তামিমদের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দুটি ম্যাচ বাকি থাকতেই রবিবার সকালে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এবারের সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আইরিশরা।

এদিকে এ সিরিজ সামনে রেখে চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানায়, আগামী ১৮ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ- আয়ারল্যান্ড। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম ম্যাচ খেলার কথা রয়েছে আইরিশদের।

পরে ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের বাকি দুটি ম্যাচ। এরপর ২৭, ২৯ ও ৩১ মার্চ মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের মোট তিনটি ম্যাচ। এরপর ঢাকায় ৪ এপ্রিল একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে দুদলের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে প্রথম দুটি ওয়ানডে মাঠে গড়াবে দুপুর ২টায়। আর শেষ ওয়ানডে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়। এছাড়া টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। ২০ ওভারের ফরম্যাটের সব খেলা শুরু হবে দুপুর ২টা থেকে।

পরে ৪-৮ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচ। যা শুরু হবে সকাল দশটা থেকে। এই টেস্ট শেষ করে পর দিন ঢাকা ছাড়বে আয়ারল্যান্ড।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট