Connect with us
ক্রিকেট

৩০০ পেরিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

Ban vs Nz Test Day 1
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। ছবি- সংগৃহীত

আজ (মঙ্গলবার) সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাট করতে আসা স্বাগতিক বাংলাদেশ ম্যাচের প্রথম দিন শেষ করেছে ৯ উইকেটের বিনিময়ে ৩১০ রান তুলে। যদিও প্রথম দিনেই সবগুলো উইকেট হারানোর প্রবল সম্ভাবনা জেগে উঠেছিল দিনের শেষ ভাগে। তবে ১০ম উইকেটে ১৯ বলে তাইজুল-শরিফুলের ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩১০ রান তুলে দিন শেষ করে টাইগাররা।

টস জিতে উদ্বোধনীতে ব্যাট করতে আসা মাহমুদুল হাসান জয় এবং জাকির হোসেন জুটিটা খুব বেশি বড় করতে পারেনি। দলীয় ৩৯ রানেই ব্যক্তিগত ১২ করে আউট হন জাকির হোসেন। এরপর উইকেটে আসেন দলপতি শান্ত। শুরু থেকে ওয়ানডে মেজাজে ব্যাট চালানো শান্তুও দলের রান মোটামুটি একটা অবস্থানে নিয়ে যান।

কিন্তু সেট হওয়ার পরও ব্যক্তিগত ৩৭ রানে তিনিও সাজ ঘরে ফেরেন। দিনের সেরা বোলার গ্লেন ফিলিপসের বলে কেইন উইলিয়ামসন ক্যাচ ধরে তাকে সাজ ঘরে পাঠান। পরে মুমিনুল হকও ৩৭ রান করে আউট হয়ে গেলে আর কোনো ব্যাটসম্যানই সেট হওয়ার পরও বড় সংগ্রহ করতে পারেনি।

দলের আরেক ওপেনার মাহমুদুল জয় অবশ্য এক প্রান্তে থেকে দারুণ খেলেছেন। ক্যারিয়ারের দ্বিতীয় শতকের খুব কাছে গিয়েও ৮৬ রানে আউট হয়ে যাওয়ায় সুযোগটা হাত ছাড়া হয়ে যায় জয়ের। ইশ সোধির বলে ড্যারেল মিচেলের হাতে তালু বন্দী হয়ে শতকের স্বপ্নভঙ্গ হয় এই টাইগার ওপেনারের।মিডল অর্ডারে মুশফিক-সোহানদের ব্যর্থতার দিনে বাংলাদেশও দিন শেষ করে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তুলে। যদিও এক দিনেই অলআউট না হয়ে যাওয়ার কৃতিত্বটা দিতে হবে শরিফুল ইসলাম এবং তাইজুল ইসলামকে।

কিউইদের হয়ে আজ সেরা বোলার ছিলেন গ্লেন ফিলিপস। ১৬ ওভারে ৫৩ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন এই কিউই অলরাউন্ডার। এছাড়া কাইল জেমিসন এবং এজাজ প্যাটেল সমান ২ টি করে উইকেট পান। সোধি দিনের সেরা ব্যাটসম্যান মাহমুদুল জয়ের উইকেটটা পেয়েছেন শুধু। কিউই অধিনায়ক টিম সাউদি আজ ১৪ ওভার বল করেও উইকেট শূণ্য ছিলেন।

আরও পড়ুন: প্রত্যাবর্তনের গল্প লিখে ফিরে আসতে পারবে কেনিয়া?

ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট