Connect with us
ক্রিকেট

৫০ কোটি টাকার স্পন্সর পেল বাংলাদেশ ক্রিকেট দল

Crifo bcb Robi
৫০ কোটি টাকায় সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশের স্পন্সর বিসিবি। ছবি- সংগৃহীত

প্রায় আড়াই মাস ধরে স্পন্সরহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জার্সিতে কোনো প্রতিষ্ঠানের নাম ছাড়াই খেলেছে দুটি সিরিজ। স্পন্সর খোঁজার দীর্ঘ প্রচেষ্টার পর সফল হয়েছে বিসিবি। আগামী সাড়ে তিন বছরের জন্য সাকিব-মিরাজদের জার্সিতে আবারও লেখা থাকবে ‘রবি’ নাম। আর এই সময়ের জন্য বিসিবি পাবে ৫০ কোটি টাকা।

বিসিবি মিডিয়া বিভাগ জানিয়েছে আগামী সাড়ে তিন বছরের জন্য বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর থাকবে রবি। এর জন্য রবিকে গুনতে হবে ৫০ কোটি টাকা। শ্রীলঙ্কা সিরিজের আগে স্পন্সর শুরু করবে রবি। আগামী ২০২৭ সাল পর্যন্ত ক্রিকেট দলের জার্সিতে থাকবে মোবাইল সেবা দানকারী এই প্রতিষ্ঠানের নাম।

গতকাল বিষয়টি জানা গেলেও আজ শুক্রবার (‌৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে রবির সাথে বিসিবির সম্পর্ক নতুন নয়। এর আগে ২০১৭ সালেও সাকিব-তামিমদের বুকে রবির নাম লেখা জার্সি ছিল। ২০১৫ সালের জুন থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত দুই মেয়াদে বিসিবির স্পন্সর ছিল রবি। পাঁচ বছর পর ফের দুটো প্রতিষ্ঠান একসাথে জুটি গড়তে যাচ্ছে।

এর আগে বিশ্বকাপের পর গত ৩০ নভেম্বর বিসিবির সাথে দারাজের চুক্তির মেয়াদ শেষ হয়।

আরও পড়ুন: ‘স্বপ্নের রাতে’ শৈশবের ক্লাবকে হারাতে পারলেন না মেসি

ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট