Connect with us
ক্রিকেট

আবার হারলো ভারত, ১৪ বছর পর শিরোপা জিতলো অস্ট্রেলিয়া

crifosports u-19 world cup final
ফাইনালে আবার হারলো ভারত, ১৪ বছর পর শিরোপা জয় অস্ট্রেলিয়ার। ছবি- ক্রিকইনফো

আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আবার শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। ২০২৩ বড়দের বিশ্বকাপের পর ছোটদের বিশ্বকাপেও ফাইনালে হারলো ভারত। টানা দুটি টুর্নামেন্টে শিরোপা হাতছাড়া হলো টিম ইন্ডিয়ার। রবিবার (১১ ফেব্রুয়ারি) বেনোনির মাঠে ফাইনালে ভারতকে ৭৯ রানে চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত।

এর আগে সর্বশেষ ২০১০ সালের আসরে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়ার যুবদল। দীর্ঘ ১৪ বছর পর  আবারও শিরোপা গেল অস্ট্রেলিয়ায়। এর আগে ১৯৮৮ সালের প্রথম আসর, ২০০২ সাল ও ২০১০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ষষ্ঠ শিরোপা থেকে বঞ্চিত হলো ভারত।

উত্তাপ ছড়ানো ফাইনালে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে অস্ট্রেলিয়া বোলিং তোপে ভারত গুটিয়ে যায় ১৭৪ রানে। আদর্শ সিং ৪৭ ও মুরুগান অভিষেক ৪২ রান ছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান পাননি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে মালহি বেয়ার্ডম্যান ও র‌্যাফ ম্যাকমিলান ৩টি করে মোট ৬টি উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দেন।

Image

পরপর তিনটা আসরের ফাইনালে উঠে তিনবারই হেরেছে ভারত। ছবি টুইটার

এর আগে ব্যাটিংয়ে নেমে হ্যারি ডিক্সন (৪২), অধিনায়ক হিউ উইবগেন (৪৮), হারজাস সিং (৫৫), অলিভার পিক (৪৬*) ও রায়ান হিকস (২০) সবাই ক্রমাগত রান জড়ো করে দুশো পেরোনো স্কোর দাঁড় করায়। ভারতীয় বোলাররা ৭ উইকেট শিকার করলেও রান থামে ২৫৩তে। ভারতের হয়ে রাজ লিম্বানি ৩টি ও নামান তিওয়ারি ২টি উইকেট নেন।

মাত্র ১৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে শিরোপা জয়ে ভূমিকায় রাখা বেয়ার্ডম্যান ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। আর টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন কেওয়ানা মাফাকা। দক্ষিণ আফ্রিকার এই বোলার শিকার করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২১টি উইকেট নিয়েছেন।

শিরোপা নিয়ে উল্লাসে মেতেছে অস্ট্রেলিয়ার যুব দল। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

আইসিসির সর্বোচ্চ তিনটি আসরের তিনটি ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। আর তিনটা আসরেই হেরে শিরোপা হাতছাড়া হয়েছে ভারতের। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আইসিসি ২০২৩ বিশ্বকাপের ফাইনাল এবং আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২৪। তিনটা আসরের ফাইনালেই হেরেছে ভারত।

আরও পড়ুন: আবারও ম্যাক্সওয়েল ঝড়, রেকর্ডময় অস্ট্রেলিয়ার জয়

ক্রিফোস্পোর্টস/১১ফেব্রুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট