Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে ভারতকে হারানো তারকাকে বিপিএলে আনলো খুলনা

crifo sports Alex hales bpl
২০২২ বিশ্বকাপে ভারতকে হারানোর পর অ্যালেক্স হেলস

ক্রমেই জমে উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল। ঢাকার দুইপর্ব ও মাঝে সিলেটপর্ব শেষ করে বিপিএল এখন রয়েছে চট্টগ্রামে। সাগরিকার তীরে চার-ছক্কার আসর এখনো শুরু হয়নি। আগামীকাল থেকে মাঠে গড়াবে বিপিএলের চট্টগ্রাম। এর আগেই বিপিএলে বিশ্বকাপজয়ী তারকাকে এনেছে খুলনা টাইগার্স।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। ওই ম্যাচে ভারতকে প্রায় একাই হারিয়েছিলেন অ্যালেক্স হেলস। ৪৭ বলে ৮৬ রান করে সেদিন ঝড় তুলেছিলেন হেলস। আর ওই আসরের টি-টোয়েন্টি বিশ্বকাপও উঠেছিল ইংলিশদের হাতে।

ওই আসরের ঝড় তোলা অ্যালেক্স হেলস আবারও বিপিএল খেলবেন। এর আগে দুরন্ত রাজশাহীর হয়ে বিপিএল খেলা হেলস এবার খেলবেন খুলনা টাইগার্সের হয়ে। ফেসবুকের অফিসিয়াল পেইজে হেলসকে দলে নেয়ার বিষয় নিশ্চিত করেছে খুলনার টিম ম্যানেজম্যান্ট।

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা হেলস ৭৫ টি-টোয়েন্টিতে করেছেন ২ হাজার ৭৪ রান। ১টি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরির ইনিংস খেলা হেলসের গড় ৩০ এর বেশি গড়।

বিপিএলে দারুণ শুরু করেও সিলেট পর্ব থেকে ছন্দপতন শুরু হয় খুলনার। টানা জয়ের পর হ্যাটট্রিক হারে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে। নিজেদের পুরোনো ছন্দ ফেরাতেই এই হার্ডহিটারকে দলে এনেছে খুলনা। এখন দেখার বিষয় হেলস মাঠে নিজের চেনা রূপ দেখাতে পারেন কীনা।

এ পর্যন্ত ৭টি ম্যাচ খেলে তিনটি চারটিতে জয় পেয়েছে খুলনা। হেরেছে তিনটিতে। মোট পয়েন্ট ৮। শীর্ষে থাকা রংপুরের পয়েন্ট ১২, দুইয়ে ও তিনে থাকা কুমিল্লা ও চট্টগ্রামের পয়েন্ট ১০ করে। চারে থাকা বরিশালের পয়েন্টও খুলনার সমান ৮। রান রেটে এগিয়ে থেকে খুলনার ওপরে রয়েছে বরিশাল। তিন ম্যাচ জিতে ৬ পয়েন্টে সিলেট ছয়ে এবং মাত্র একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে সবার শেষে ঢাকা।

আরও পড়ুন: ৬ গোলের ম্যাচেও জিতলো না বার্সা, তবুও শিরোপার স্বপ্ন জাভির

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট