Connect with us
ফুটবল

মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, সরাসরি দেখবেন যেভাবে

Argentina and Brazil match, how to watch
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেপ্টেম্বর উইন্ডোতে দুটি করে ম্যাচ খেলবে লাতিন অঞ্চলের দেশগুলো। ইতোমধ্যে একটি করে ম্যাচ খেলে নিয়েছে লাতিনের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বাছাই পর্বের এবারের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া। অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

আজ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্যারানকুইলার রবার্তো মেলেন্দেজ মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অপর এক ম্যাচে ব্রাজিলকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। অ্যাসানসিওনের চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ঘরের মাঠে দলটিকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মেসি-ডি মারিয়াকে ছাড়াও দুর্দান্ত ছিল আর্জেন্টিনার আক্রমণভাগ। দলের হয়ে ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও দিবালা ১টি করে গোল করেন। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তেরা।

আরও পড়ুন:

» এবার গুরুত্বপূর্ণ সিরিজ সরে যাচ্ছে বাংলাদেশ থেকে!

» কলম্বিয়া ম্যাচের আগে একাদশ নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা 

এদিকে ব্রাজিলও সবশেষ ম্যাচে জয় পেয়েছে। ঘরের মাঠে রদ্রিগোর একমাত্র গোলে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। এই জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট ব্রাজিলের।

সরাসরি দেখবেন যেভাবে

আর্জেন্টিনা-কলোম্বিয়া ও ব্রাজিল-প্যারাগুয়ের ম্যাচটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে না। তবে ম্যাচটি সরাসরি দেখা যাবে বেশ কয়েকটি লাইভ স্ট্রিমিং প্লাটফর্মে। এগুলো হলো- ইয়াল্লা, স্ট্রিম ফুবো, ভিএক্সে, লাইভস্পোর্টস।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল