Connect with us
ফুটবল

মেসি কবে জাতীয় দলে ফিরছেন, জানালেন স্কালোনি

Lionel Messi-Scaloni
লিওনেল মেসি ও লিওনেল স্কালোনি। ছবি- সংগৃহীত

গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ে বেশ কয়েকদিনের জন্য মাঠের বাইরে চলে যান লিওনেল মেসি। কিন্তু চোট কাটিয়ে এখনো খেলায় ফিরতে পারেননি আর্জেন্টাইন দলপতি। তবে খুব শীঘ্রই মাঠে দেখা যাবে এই মহাতারকাকে।

চোটের পুনর্বাসন প্রক্রিয়া শেষে অনুশীলনে ফিরেছেন মেসি। তবে জাতীয় দলের সঙ্গে নয়। নিজ ক্লাব ইন্টার মায়ামির হয়ে অনুশীলন করতে দেখা গেছে তাকে। আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) ঘরের মাঠে ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়ে পুনরায় মাঠে ফিরতে পারেন মেসি।

Messi retruns to training with Inter Miami

ইন্টার মায়ামির জার্সিতে অনুশীলনে ফিরেছেন মেসি। ছবি- সংগৃহীত

তবে অক্টোবরের আগে মেসির জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই। চোটের কারণে সেপ্টেম্বর উইন্ডোতে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার। আগামী অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। আসন্ন এই ম্যাচগুলোতে আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে।

আরও পড়ুন:

» পাকিস্তানের বিপক্ষে চমক রেখে ইংল্যান্ডের দল ঘোষণা

» মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, সরাসরি দেখবেন যেভাবে 

মেসির পুনরায় জাতীয় দলে খেলা প্রসঙ্গে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমি আশাবাদী মেসি পুনরায় জাতীয় দলে খেলা শুরু করবে। অক্টোবরে আমাদের দুটি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর দল ঘোষণার আগে আমরা তার সঙ্গে কথা বলব। তারপর যদি সে আমাদের জন্য অ্যাভেইলেবল থাকে তাহলে খেলবে।’

এদিকে জাতীয় দলে মেসিবিহীন আর্জেন্টিনাকে নেতৃত্ব দিচ্ছেন ডি পল। বাছাই পর্বের সবশেষ ম্যাচে মেসি-ডি মারিয়াকে ছাড়াই চিলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। আর মেসির ১০ নম্বর জার্সি গায়ে জড়িয়ে গোলের দেখাও পেয়েছেন পাওলো দিবালা।

আজ (মঙ্গলবার) দিবাগত রাত আড়াইটায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল