Connect with us
টেনিস

উইম্বলডনে ঘটল নজিরবিহীন ঘটনা, কী করলেন নোভাক জোকোভিচ?

Novak Djokovic
উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছে নোভাক জোকোভিচ। ছবি - সংগৃহীত

টেনিস কোর্টে প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি বরাবরই আগ্রাসী হিসেবে পরিচিত ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ। তবে অনেকেই মনে করেন প্রতিপক্ষকে চাপে রাখতেই এমন কৌশল অবলম্বন করেন এই টেনিস তারকা। তবে সোমবার (০৮ জুলাই) রাতে উইম্বলডনে জোকোভিচের এক ভিন্ন রূপই দেখা গেল। এবার তার আগ্রাসানের স্বীকার উইম্বলডনের সেন্টার কোর্টের গ্যালারিতে বসা দর্শকেরা।

গতকাল উইম্বলডনে প্রি-কোয়ার্টার ফাইনালে হোলগার রুনের বিরুদ্ধে কোর্টে নামেন সার্বিয়ান তারকা। ৬-৩, ৬-৪ ও ৬-২ গেমে জোকোভিচের সামনে বলতে গেলে দাঁড়াতেই পারেননি রুন। ম্যাচ জিতেই সেন্টার কোর্টের গ্যালারিতে থাকা দর্শকদের এক হাত নিলেন জোকোভিচ। অনেকটা হুমকির সুরেই তাদের সমালোচনা করেন এই সার্বিয়ান যা কিনা উইম্বলডনের ইতিহাসে প্রায় বিরল এক ঘটনা।

২৪ টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচকে গতকাল রুনের বিরুদ্ধে খেলা চলাকালীন বিভিন্ন সময়ে দর্শকদের টিটকারি শুনতে হচ্ছিলো। তাই স্ট্রেট সেট জেতার সঙ্গে সঙ্গে নিজেকে আর সামলাতে পারেননি। ম্যাচ জিতেই তিনি বলেন, ‘সম্মান জানিয়ে এখানে খেলা দেখতে আসা সমর্থকদের আমার হৃদয় থেকে ধন্যবাদ। আর যারা আমাকে বিদ্রূপ করতে এসেছিলেন, তাদের শুভরাত্রি। এর মাধ্যমে তিনি যে বিষয়টি মোটেই ভালোভাবে নেননি সেটাই যেন বুঝিয়ে দিলেন।

আরো পড়ুন : আর্জেন্টিনা বনাম কানাডা : মেসি একাদশে থাকবেন কি না জানালেন স্কালোনি

পরিস্থিতি সামাল দিতে কোর্টের সঞ্চালক তখন বলেন, ‘এখানে আসলে আপনাকে তারা অসম্মান জানায়নি। তারা মূলত রুনকে সমর্থন জোগাতেই চিৎকার করছিল।’ এ কথায় মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে জোকোভিচ বলেন, ‘তাদের করা বিদ্রূপ আমি কিছুতেই মেনে নেবো না। রুনের জন্য তারা চিৎকার করছিল সেটা আমিও দেখেছি কিন্তু সেটা তাদের অজুহাত মাত্র। টেনিস কোর্টে আমি ২০ বছর ধরে খেলছি। কিভাবে কি হয় এসব আমি বুঝি।’

‘আমি শুধু মাত্র তাদেরই সম্মান দেখাতে চাই যারা টাকা খরচ করে টেনিসকে ভালোবেসে এখানে এসেছেন। এর চেয়েও বাজে পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা আমার আছে। কিন্তু বিষয় হলো, আমাকে ছোঁয়ার সক্ষমতাও আপনাদের নেই। এক্ষেত্রে আসলে উইম্বলডনেরও করার কিছু নেই। খারাপ ব্যবহারের কারণে তো আর দর্শকদের বের করে দেওয়া যাবে না’ – যোগ করেন জোকোভিচ।

তবে এমন পরিস্থিতির কারণ হিসেবে ধারণা করা হয়, এজন্য রজার ফেদেরার ‘দায়ী’। কেননা ফেদেরারের প্রতি উইম্বলডন এতটাই মুগ্ধ যে তার শ্রেষ্ঠত্বের মুকুটে অন্য কেউ ভাগ বসাবে এটা দর্শকরা যেন মানতেই পারছেন না। তাই উইম্বলডনের বাইরেও এমন পরিস্থিতিতে আরো বেশ কয়েকবার পড়তে হয়েছে জোকোভিচকে।

ফেদেরার মোট ৮ বার উইম্বলডন শিরোপা জিতেছেন যা সর্বোচ্চ। তার পরেই ৭ টি শিরোপা নিয়ে জোকোভিচের অবস্থান। ফেদেরারের রেকর্ড ভাঙার খুব কাছাকাছি থাকায় দর্শকরা বিষয়টি মেনে নিতে পারছে না।

বুধবার ক্যারিয়ারের ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে ফের মাঠে নামবেন জোকোভিচ। উইম্বলডন কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনাউর।

ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস