Connect with us
টেনিস

যা চিন্তাও করেননি তাই হলো নোভাক জকোভিচের সঙ্গে

Novak Djokovic
ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিলেন নোভাক জোকোভিচ। ছবি - সংগৃহীত

আরেকটি গ্র্যান্ড স্লাম জয়ের খুব কাছে গিয়েও শূণ্য হাতে ফিরতে হচ্ছে নোভাক জোকোভিচকে। ফরাসি ওপেন চলাকালীন মাঝপথেই ডান পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তাই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার পরও ফরাসি ওপেনের মাঝপথ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন এই সার্বিয়ান। ফলে আরেকটি গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল জকোভিচের।

গতকাল (মঙ্গলবার) আয়োজকদের পক্ষ থেকে এই টেনিস তারকার নাম প্রত্যাহারের তথ্যটি নিশ্চিত করা হয়েছে। যদিও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পরই না খেলার সম্ভাবনা নিয়ে আঁচ দিয়ে রেখেছিলেন এই সার্বিয়ান।

এর আগে পরশু রাতে (সোমবার) চতুর্থ রাউন্ডে চোট নিয়ে খেলেই ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিপক্ষে জয় তুলে নেন জকোভিচ। ম্যাচে খেলার সময়ই ডান পায়ের হাঁটুতে চোট পান তিনি। ট্রেনারের থেকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরও কোর্টে তাকে খোঁড়াতে দেখা যায়। পরে একাধিক ব্যথানাশক ওষুধ খেয়ে ফের খেলতে নামেন বিশ্বসেরা টেনিস খেলোয়াড়। এই চোট নিয়ে খেলেও পাঁচ সেটে সাড়ে ৪ ঘণ্টা লড়াই করে তবেই সেরুন্দোলোকে পরাজিত করেন এই সার্বিয়ান তারকা। তার আগের ম্যাচেও রাত তিনটা পর্যন্ত খেলতে হয়েছিল জকোভিচকে। যার প্রভাব পরের ম্যাচে গিয়ে পড়ে।

আরো পড়ুন : হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের পথে রনি, কারণ জানালেন নিজেই


তবে এই ম্যাচে কষ্টার্জিত জয়ের মধ্য নিয়ে গ্র্যান্ড স্লামে নতুন এক রেকর্ড গড়েছেন জকোভিচ। রজার ফেদেরারকে টপকে ৩৭০ তম ম্যাচ জয়ের কীর্তি গড়েছেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের রাতেই জানিয়ে দিয়েছিলেন, পরের ম্যাচে খেলার বিষয়ে তার অনিশ্চয়তার কথা। শেষমেশ সেই শঙ্কাটাই সত্য বলে প্রমাণিত হলো। যদিও কোয়ার্টারে খেলার ব্যাপারে নিজের আশাবাদ ব্যক্ত করেছিলেন জকোভিচ।

ম্যাচের দ্বিতীয় সেটে যখন চোট পান, তখনও ২-১ সেটে এগিয়ে সার্বিয়ান তারকা। তখন ট্রেনারের থেকে শুশ্রূষা নেওয়ার সময়ই চেয়ার আম্পায়ারকে উদ্দেশ্য করে জকোভিচ বলেন, ‘কি করবে জানি না। খেলা চালিয়ে যাবো কি না সেটাও বুঝতে পারছি না।’ পরে ব্যথা কমতে থাকায় আবার খেলায় ফিরে চোট নিয়ে রেকর্ডময় জয় তুলে নেন বিশ্বসেরা এই টেনিস খেলোয়াড়।

ক্রিফোস্পোর্টস/০৫জুন২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in টেনিস