Connect with us
অন্যান্য

টানা দ্বিতীয় উইম্বলডনের ফাইনালে জোকোভিচ-আলকারাজ

জোকাভিচ ও আলকারাজ। ছবি- সংগৃহীত

উইম্বলডন শুরুর সপ্তাহ খানেক আগেও খেলবেন কিনা তা নিশ্চিত ছিল না নোভাক জোকোভিচের। কেননা কেবলই ডান হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে উইম্বলডনে এসেছেন ৩৭ বছর বয়সী এই খেলোয়াড়। তবে সেই জোকোভিচ এখন পৌঁছে গেছেন বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে। যেখানে আগামী রোববার তার প্রতিপক্ষ কার্লোস আলকারাজ।

গতকাল সেমিফাইনালে ইটালির লরেনজো মুসেত্তিকে হারিয়ে নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের আরও কাছে পৌঁছে গেছেন জোকোভিচ। এদিন ফাইনালে ওঠার লড়াই চলে  ২ ঘণ্টা ৪৮ মিনিট। যেখানে মুসেত্তিকে ৬-৪, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে হারিয়েছেন এই সার্বিয়ান তারকা। এতে করে আরও একবার উইম্বলডনের ফাইনালে মুখোমুখি দেখা যাবে জোকোভিচ ও আলকারাজকে।

গতবছর ফাইনালে এই জোকোভিচকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আলকারাজ। পাঁচ সেটের খেলায় সেবার জয়ী হয়েছিল আলকারাজ। তাই এবার সুযোগ থাকছে জোকোভিচের প্রতিশোধ নেয়ার। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে টানা একই জুটি দেখা গিয়েছিল উইম্বলডনের ফাইনালে। এবার ঘটছে একই ঘটনা।

২০২৩ উইম্বলডন ফাইনাল।

এদিকে সম্প্রতি পায়ে অস্ত্রোপচার করালেও বেশ স্বাভাবিক দেখা গিয়েছে জোকোভিচকে টেনিসের কোর্টে। কোন প্রকার আড়ষ্টতা দেখা যায়নি তার খেলায়। বেশ চমক দেখিয়েই কোর্টের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুঁটে চলেছেন তিনি। প্রথমবারের মতো সেমি খেলতে আসা মুসেত্তিকে খাবি খাইয়েছেন আসরের অন্যতম বয়স্ক এই তারকা খেলোয়াড়।

এদিন প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জয় পায় জোকোভিচ। আরও আগেই সেট নিজের করে নেয়ার সুযোগ ছিল তার সামনে। তবে দ্বিতীয় সেটে লড়াই চলে সমানে সমান। ১২ গেমের পর ৬-৬ হওয়ায় টাইব্রেকারে গড়ায় সেট। সেখানে ৭-২ ব্যবধানে টাইব্রেকার জিতে আর প্রতিপক্ষকে দাঁড়াতে দিলেন না জোকোভিচ। মুসেত্তি আবারও কিছুটা চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে শেষ সেট জিতে নেয় জোকোভিচ।

আরও পড়ুন: জেমস অ্যান্ডারসন : লর্ডস থেকে শুরু লর্ডসেই শেষ

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য