Connect with us
ক্রিকেট

বাবর আজম ইস্যুতে একমত হয়ে পরামর্শ দিলেন আকরাম-গম্ভীর

পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজমের জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন যাবত নেই নিজের সেরা ছন্দে। বাজে পারফরমেন্সের কারণে বিশ্বকাপের পর হারাতে হয়েছে তিন ফরমেট থেকে নেতৃত্ব। তবে ২৯ বছর বয়সি এই ব্যাটারের নেতৃত্ব ছাড়ার ইস্যুতে সন্তোষ প্রকাশ করে একমত হয়েছেন স্বদেশি কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ভারতের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।

জাতীয় দলের পাশাপাশি তারা পিএসএল থেকেও নেতৃত্ব ছাড়ার পরামর্শ দিয়েছেন বাবরকে। তাদের মতে একজন ক্রিকেটার এর উপর বাড়তি চাপ তৈরি করে নেতৃত্বের ভার। অধিনায়কত্বের চাপে অনেক ভালো ক্রিকেটার নিজেদের পথ হারিয়ে বসেন।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ওয়াসিম আকরাম বাবরকে তার ব্যাটিং নিয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। আকরামের মনে করেন একজন তারকা ক্রিকেটারের উচিৎ নিজের খেলায় সম্পূর্ণ মনোযোগ দেওয়া, রান করা এবং খেলাকে পুরোপুরি উপভোগ করা।

আকরাম বলেন, ‘কয়েক বছর আগে বাবরকে আমি লিগের নেতৃত্ব ছাড়ার কথা বলেছিলাম। তুমি একজন বড় মাপের প্লেয়ার। খেলো, রান করো, অর্থ নাও, এরপর বাড়ি যাও। এরপর আবার নতুন কোনো ইভেন্টে খেলতে যাও। পাকিস্তানের নেতৃত্ব মেনে নেয়া যায়। তবে লিগের নেতৃত্ব কোনো কারণ ছাড়াই নিজের ওপর বাড়তি চাপ বাড়ায়।’

একই সুরে কথা বলেছেন গম্ভীরও। বাবরের নেতৃত্ব ছাড়ার পর তিনি বলেন, ‘আমার মনে হয় এখন আপনারা বাবরের সেরাটা দেখতে পারবেন। বিশ্বকাপের আগেও আমি এই কথা বলেছিলাম। তবে অধিনায়কত্বের চাপের কারণে ও বিশ্বকাপে ভালো করতে পারেনি। আমি বলেছিলাম সে টুর্নামেন্টে কেবল ব্যাটিংয়ে মনোযোগী হতে পারে, তবে ক্যাপ্টেন্সি তাকে ডাউন করে দিয়েছে।’

গৌতম গম্ভীর আরও বলেন, ‘যখন তোমার নেতৃত্বে বিশ্বকাপে দল ভালো করতে পারেনি, তখন সেটি তোমার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এখন আমরা আসল বাবরকে দেখতে পাব, যা এতোদিন দেখা যায়নি। আমি জানি না সে কেমন রেকর্ড গড়বে, তবে তার আসল সামর্থ্য এখন পুরোপুরি প্রকাশ পাবে। পিএসএল জেতা বাবর আজমের জন্য কিছুই না। সত্যি কথা, ওর অনেক গুণ আছে। ও চাইলে পাকিস্তানের সেরা ক্রিকেটার হয়ে উঠতে পারে। ওর বয়সটা এখন ২৭-২৮। নেতৃত্বের চাপ না থাকলেও আরও ১০ বছর ওর সামনে পড়ে আছে।’

২০১৯ সালে প্রথমবারের মতো পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব পান বাবর। একে একে তিন ফরমেটেই নেতৃত্বের ভার আসে তার কাধে। পিএসএলের গেল আসরে পেশোয়ার জালমির অধিনায়কত্ব করতেও দেখা যায় বাবরকে।

আরও পড়ুন: রোনালদোর গোল ও অ্যাসিস্টে আল নাসরের গোলৎসব

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট