Connect with us
ফুটবল

অ-১৭ বিশ্বকাপে ব্রাজিলের ৯-০ গোলের বিশাল জয়

Brazil U-17
ব্রাজিল অনুর্ধ্ব-১৭ দল। ছবি- সংগৃহীত

অ-১৭ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নিউ ক্যালিডোনিয়াকে ৯ গোলে উড়িয়ে দিল ব্রাজিল অ-১৭ দল। গ্রুপ সি-তে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মুখোমুখি হয় ব্রাজিল অ-১৭ দল বনাম নিউ ক্যালিডোনিয়া অ-১৭ দল। সে ম্যাচেই ৯ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় ফেলিপে লিয়ালের শিষ্যরা।

এবারে ফুটবল অ-১৭ বিশ্বকাপের আয়োজক দেশ হয়েছে দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া। রাজধানীর জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল তিনটায় মুখোমুখি হয় গ্রুপ সি এর দুই দল ব্রাজিল এবং নিউ ক্যালিডোনিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলা ব্রাজিলের কাছে কোনো পাত্তাই পায়নি নিউ ক্যালিডোনিয়া।

ম্যাচে ব্রাজিলের ছেলেরা প্রতিপক্ষের গোলবারে মোট শট নিয়েছে ৮১ বার, প্রতিপক্ষ নিয়েছে মাত্র ৫ বার। অন টার্গেটে ব্রাজিলের শট ছিল ২৩ টি, নিউ ক্যালিডোনিয়ার লক্ষ্যে শট ছিল মাত্র ১ টি। ব্রাজিলের বল দখলে ছিল ৭৮ শতাংশ, প্রতিপক্ষের ছিল মাত্র ২২ শতাংশ। এ থেকেই বোঝা যায়, ম্যাচ কতটা একপেশে হয়েছে।

ম্যাচের ২৮ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোলের খাতা খোলেন মিডফিল্ডার রায়ান। চলতি আসরে ২ ম্যাচ খেলে তার গোল সংখ্যা এখন ৩ টি। ৩৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন আরেক মিডফিল্ডার এস্তেভাও উইলিয়ান। প্রথমার্ধের বাঁশি বাজার আগে দলের হয়ে তৃতীয় গোলটি আসে সোউসা সান্তোসের পা থেকে। ম্যাচের প্রথমার্ধ ৩-০ ব্যবধানেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন আরো ক্ষুরধার হয়ে ওঠে ব্রাজিলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই স্ট্রাইকার কাউয়া এলিয়াসের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সাম্বা ফুটবলের দেশটি। পরে লুইস হুনা ৪৮ মিনিটে পেনাল্টি থেকে, ৫১ মিনিটে রায়ানের দ্বিতীয় গোলের সুবাদে এবং ৫৫ মিনিটে ডিফেন্ডার ভিতোর রেইসের গোলে ৬-০ করে ফেলে নেইমার-রোনালদোর উত্তরসূরীরা।

পরে সোউজা কুনহা, এলিয়াস শেষ সময়ে জোড়া গোল করে হ্যাট্রিক তুলে নিলে ৯-০ গোলের বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল অ-১৭ দল।
এই জয়ের মাধ্যমে গ্রুপ সি’এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ব্রাজিল। ২ ম্যাচে সমান ১ জয় ১ হারে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। অন্য দিকে ২ ম্যাচের দু’টিতেই হেরে গ্রুপের তলানিতে অবস্থান করছে নিউ ক্যালিডোনিয়া।

আরও পড়ুন: নতুন লুকে হাজির নেইমার

ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল