Connect with us

অন্যান্য

আর্জেন্টিনার জালে ১০ গোল দিলো ব্রাজিল

Brazil win by 10 goal against argentina
ব্রাজিলের সমর্থকদের উল্লাসের ফাইল ছবি (মানি কন্ট্রোল)

বিশ্ব ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই মানেই ভীষণ উত্তেজনা। আর সেই খবর যেন ভক্তদের জানা চাই-ই চাই। তাই তো জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক দল হোক, ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ে খবর দিতেই হয়। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার জালে ১০ গোল দিয়েছে ব্রাজিলের যুবারা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ আগস্ট) মধ্যরাতে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ১০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। বিপরীতে ব্রাজিলের জালে একবারও বল ঢোকাতে পারেনি আলবেসিলেস্তারা।

বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে সেলেকাওরা। চার ম্যাচে আর্জেন্টিনার জয় মাত্র একটি। ১০ দলের এই টুর্নামেন্টে গ্রুপ ‘বি’তে ছিল ব্রাজিল-আর্জেন্টিনা। এর আগে কলম্বিয়ার জালে ১০ গোল, পেরুর বিরুদ্ধে ৯-৩ ও ভেনেজুয়েলাকে ৪-২ গোলে হারায় ব্রাজিল।

শনিবার ভোরে প্রথম সেমিতে মুখোমুখি হবে প্যারাগুয়ে-কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ব্রাজিল-চিলি। চিলির ইকুইকে ৫ আগস্ট শুরু হওয়া টুর্নামেন্টটির পর্দা নামবে ১৩ আগস্ট ফাইনাল দিয়ে।

আরও পড়ুন: নেদারল্যান্ডসকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য