Connect with us
ফুটবল

বিশ্ব রেকর্ড বেতনে আল হিলালে নেইমার জুনিয়র (ভিডিও)

neymar
প্রতি বছরে আল হিলাল থেকে বছরে ১৫০ মিলিয়ন ডলার বেতন নিবেন নেইমার। ছবি-আল জাজিরা

২০১৭ সালে বার্সেলোনা থেকে সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরো দিয়ে রেকর্ড দামে পিএসজিতে পাড়ি জমায় নেইমার। সেই রেকর্ড এখনো অক্ষতই রয়েছে।

এবার, পিএসজি থেকে সৌদি ক্লাব আল হিলালে পাড়ি জমাতে গিয়ে আরেকটি বিশ্বরেকর্ড করে ফেলেছেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। নতুন চুক্তি অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত ক্রীড়াবিদ নেইমার দ্যা সিলভা জুনিয়র।

দলবদলের বাজারে সবচেয়ে দামী নেইমার জুনিয়র আল হিলালের সাথে নতুন চুক্তির বিষয়টি ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন।

 

আল হিলালের হয়ে ১০ নাম্বার জার্সিতে দুই বছর মাঠ মাতাবেন এই সাবেক পিএসজি তারকা। ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো দাবি করেছেন, এই দুই বছরে আল হিলাল থেকে বছরে ১৫০ মিলিয়ন ডলার করে বেতন পাবেন নেইমার। দুই বছরে নিশ্চিত বেতন পাবেন ৩০০ মিলিয়ন ডলার বা প্রায় তিন হাজার ২৮৪ কোটি টাকা।

সঙ্গে সৌদি ক্লাবটি তাকে পারফরম্যান্স বোনাস ও বাণিজ্যিক চুক্তি থেকে আরও ১০০ মিলিয়ন ডলার আয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।এতেই তার বেতনের অঙ্ক সবাইকে ছাড়িয়ে যাচ্ছে।

গত মৌসুমে আল নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর আয় এখন বছরে ২১৭ মিলিয়ন ডলার। কিন্তু তার মূল বেতন ১৩৬ মিলিয়ন ডলার। এর মধ্যে ৭৫ মিলিয়ন পান শুধু খেলার জন্য।

আল হিলালের সাথে দুই বছরের চুক্তির বাহিরে তাদের কোনো ঐচ্ছিক চুক্তি নেই। দুই বছর পর যখন তিনি ফ্রি এজেন্ট হবেন তখন ইচ্ছা করলে আল হিলালে থাকতেও পারেন অথবা উড়াল দিতে পারেন নতুন কোন গন্তব্যে।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া–ইংল্যান্ড সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল