Connect with us
ফুটবল

মেসির অবিশ্বাস্য গোলে ফাইনালে মায়ামি (ভিডিও)

Messi
৩২ মিটার দূর থেকে গোল দেয়ার পরে মেসির উল্লাস। ছবি-সিএনএন

মেসি আর ইন্টার মায়ামির জয়জয়কার যেন থামানোই যাছে না। লিগস কাপে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে দলটি। লিগস কাপে টানা ষষ্ঠ জয় তুলে এখন ফাইনালে মেসির নেতৃত্বাধীন মায়ামি।

বুধবার ভোরে সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। এই জয়ের ফলে প্রথমবারের মতো এই আসরের ফাইনালে জায়গা করে নিলো যুক্তরাষ্ট্রের এই দলটি।

ম্যাচের ২০তম মিনিটে ডিবক্সের বাইরের ৩২মিটার দূর থেকে করা মেসির চোখ ধাধানো গোল ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয়। মার্টিনেজের কাছ থেকে বল পেয়ে ৩২ মিটার দূর থেকে আচমকা বুলেট গতিতে গড়ানো শট নেন মেসি।

ফিলাডেলফিয়ার ঘরের মাঠ পেনসিলভ্যানিয়ার সুবারু পার্কে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় মেসিরা । সের্গেই ক্রিভতসভের বাড়ানো বল ধরে জোরালে শটে গোল করেন স্ট্রাইকার জোসেফ মার্টিনেজ। এরপর সেই চোখ ধাধানো গোলে ব্যবধানে দ্বিগুণ করে মিয়ামি।

প্রথমার্ধের শেষ দিকে জর্দি আলবার গোলে ৩-০ লিড নিয়ে বিরতিতে যায় মেসিরা। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে ফিলাডেলফিয়া। ৭৩তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। আলেজান্দ্রো বেদোয়া ডান পায়ের নিঁখুত শটে ব্যবধান ৩-১ করেন তারা।

তবে ৮৪ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান বাড়িয়ে ৪-১ করেন রুইজ । ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় বড় জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে মায়ামি।

এই ম্যাচ নিয়ে মেসির খেলা ৬ ম্যাচের সবকটিতেই জয় পেলো ইন্টার মায়ামী। ৬ ম্যাচে মেসির গোল সংখ্যা দাড়ালো ৯।

আরও পড়ুনঃ বিশ্ব রেকর্ড বেতনে আল হিলালে নেইমার জুনিয়র (ভিডিও)

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৩/এমএইচ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল