Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ সামনে রেখে সুখবর দিলেন কেন উইলিয়ামসন?

কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন। ছবি- গুগল

আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছিলেন, এরপর অস্ত্রোপচার। তখন অনেকেই ভেবেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের বিশ্বকাপ শেষ। কিন্তু চমক এখনো বাকি।

উইলিয়ামসন তার ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে খেলতে চান তিনি। সে জন্য সকল ধরনের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ও হেড কোচ গ্যারি স্টেড থেকে সবুজ সংকেতও পেয়েছেন। এরপরই দ্রুত সুস্থ হয়ে উঠতে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেন।
শুধু তাই নয়, পুনর্বাসন যথাযথ প্রক্রিয়ায় করতে ইংল্যান্ড সিরিজে দলের সঙ্গেও যোগ দিচ্ছেন।

এছাড়া বে ওভালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিশ্বকাপে থাকাটা সবসময়ই আমার জন্য বিশেষ। দিনটি কখন বা সময়টা কেমন তা এই মুহূর্তে শুধু অনুমান করা যায়। এখনো অনেক কাজ করার আছে। আমি ফিজিও, সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছি। এটি কঠিন আমি জানি, তবে আমার বিশ্বাস সামনে আমার জন্য ভাল দিন আসছে।

এদিকে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেয়া নিয়ে কেন বলেন, আমি দলের সঙ্গে যোগ দিতে সত্যিই উন্মুখ হয়ে ছিলাম। বিশ্বকাপের আগে দলের সঙ্গে থাকতে এবং একত্রে অনুশীলন করতে পারলে ভালো লাগবে।

আরও পড়ুন: জিওফ থেকে মিচেল মার্শ, যে রেকর্ড আর কারো নেই

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৩/এমএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট