Connect with us
ক্রিকেট

নারী এশিয়া কাপ: ফাইনালে আজ ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা

ভারত বনাম শ্রীলঙ্কা নারী ম্যাচ। ছবি- সংগৃহীত

এবার পালা নারী এশিয়া কাপের পর্দা নামার। শ্রীলঙ্কায় আয়োজিত এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের বাকি আছে কেবল ফাইনাল ম্যাচ। শিরোপা জয়ের এই চূড়ান্ত লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। ডাম্বুলায় আজ রোববার (২৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচ।

এর আগে প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল টুর্নামেন্টের হট ফেভারিট দল ভারত। এতে করে এখন পর্যন্ত নারী এশিয়া কাপের সকল আসরে ফাইনাল খেলার কীর্তি ধরে রাখল দলটি। অপরদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে ষষ্ঠ বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।

বর্তমানে চলছে নারী এশিয়া কাপের নবম আসর। এর আগে আয়োজিত ৮ মৌসুমের ৭ টিতেই শিরোপা নিজেদের করে নিয়েছিল ভারত। অপর এক বার ট্রফি জয়ের স্বাদ ভারত ব্যতীত একমাত্র দল হিসেবে পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা এর আগে পাঁচবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও প্রতিবারই তারা হেরেছিল ভারতের কাছে।

তার মধ্যে দুই দফা নিজেদের দেশের মাটিতে খেলেও ভারতকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। এবার তাই আরও একবার লঙ্কানদের কাছে সুযোগ রয়েছে ঘরের মাঠে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় পরার। তবে ধারাবাহিক সাফল্যে দারুন ছন্দে থাকা ভারতও প্রস্তুত অপরাজেয় থেকেই টুর্নামেন্টের শিরোপা জয়ের।

গত বছর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল নারী এশিয়া কাপ। সেখানেও ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। যেখানে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের সপ্তম এশিয়া কাপ শিরোপা জিতেছিল ভারত নারী দল। এবার নিজেদের অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে আরও একবার ফাইনালে মাঠে নামবে ভারত।

আরও পড়ুন: জানা গেল মেসির বর্তমান চোটের অবস্থা, দুশ্চিন্তায় মায়ামি কোচ

ক্রিফোস্পোর্টস/২৮জুলাই২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট