Connect with us
ক্রিকেট

তিন টেস্ট খেলতে আজ ঢাকায় আসছে উইন্ডিজরা

ছবি- গুগল

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচ খেলতে আজ ঢাকায় আসছে উইন্ডিজ যুবারা।

চলতি মাসের ১৬ তারিখ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ২৩ ও ৩০ মে সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে।

এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফিফ হোসেন।

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল। 

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।

আরও পড়ুন: আইসিসির মাস সেরা ক্রিকেটার সাকিব

ক্রিফোস্পোর্টস/১১মে২০২৩/এমএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট