Connect with us
প্লেয়ার্স বায়োগ্রাফি

ধোনির তৈরি হতে এখন ১ ঘণ্টা ১০ মিনিট সময় কেন লাগে?

ধোনির তৈরি হতে এখন এক ঘণ্টারও বেশি সময় লাগে। ছবি- সংগৃহীত
ধোনির তৈরি হতে এখন এক ঘণ্টারও বেশি সময় লাগে। ছবি- সংগৃহীত

মহেন্দ্র সিংহ ধোনির ২০০৭ সালের পুরোনো সেই লুক এখনো মনে খেতে আছে ভক্ত সমর্থকদের। সে সময় লম্বা চুলের ধোনিকে দেখলে মনে হত সিংহের মতো কেশর রয়েছে তার। তবে মাস দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেশসজ্জাশিল্পী আলিম হাকিমের করা এক পোস্টে পুনরায় দেখা মিলেছিল লম্বা চুল সে ধোনিকে।

চুল লম্বা করার পর এখন তাকে প্রস্তুত হতে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে বলে জানান বিশ্বকাপ জয়ী সাবেক এই ভারতীয় অধিনায়ক। চুল ছোট থাকলে আগে যেখানে তার সময় লাগতো কেবল ১০ মিনিট। মূলত বড় চুলের বাড়তি পরিচর্যার জন্য এখন অতিরিক্ত ৫০ মিনিট সময় প্রয়োজন হয় তার তৈরি হতে।

নিজের লম্বা চুল নিয়ে ধোনি বলেন, ‘এধরনের চুল রাখা খুব কঠিন কাজ। আগে আমি ২০ মিনিটে তৈরি হয়ে যেতে পারতাম। তবে এখন ১ ঘণ্টা ১০ মিনিট সময় লাগে আমার। এই চুল রাখছি ভক্তদের চাওয়াতেই। কিন্তু যদি কোনদিন ঘুম থেকে উঠে মনে হয় চুল আর রাখব না, তাহলে তখনই কেটে ফেলব।’

এর আগে ধোনির এক ভক্ত লম্বা চুল সহ তার একটি ছবি তৈরি করেছিল। সোশ্যাল মিডিয়ায় যা দেখে রীতিমত মুগ্ধ হন ক্যাপ্টেন কুল। তারপরেই হেয়ারস্টাইলিস্ট আলিম হাকিমকে তিনি অনুরোধ করেন তার চুল এমন বড় করার জন্য। আলিম হাকিমের সাহায্যেই চুল পুনরায় লম্বা করেন মহেন্দ্র সিংহ ধোনি।

আরও পড়ুন: বিগব্যাশে হাইভোল্টেজ ম্যাচসহ আজকের খেলা (২৮ ডিসেম্বর ২৩)

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in প্লেয়ার্স বায়োগ্রাফি