Connect with us
ক্রিকেট

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে?

Aminul Islam Bulbul
ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেন বুলবুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের শুরুটা হয়েছিল ঐতিহাসিকভাবে৷ ২০০০ সালের ২৬ জুন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশকে টেস্ট মর্যাদা দেয়। যার নেপথ্যে ছিল ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৯৯ বিশ্বকাপ। ওই বিশ্বকাপে বাংলাদেশ বিশ্ব ক্রিকেট মোড়লদের স্তব্ধ করে দেয়৷ ইনজামাম-উল-হক, ওয়াসিম আকরামদের শক্তিশালী পাকিস্তানকে ৬২ রানে এবং স্কটল্যান্ডকে ২২ রানে হারায় বাংলাদেশ। ফলে খুব দ্রুতই আইসিসির টেস্ট দলের মর্যাদা পায় বাংলাদেশ৷

টেস্ট মর্যাদা প্রাপ্তির চার মাস পর বাংলাদেশের প্রথম টেস্ট খেলার দরজা খুলে যায়। প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। যাদের টেস্ট অভিষেক হয় ১৯৩২ সালে৷ নামে-ভারে ভারতীয় টেস্ট দল থেকে ঢের পিছিয়ে ছিল বাংলাদেশ৷ কেননা তৎকালীন ভারতীয় দলে ছিলেন সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, জহির খানদের মতো বড় নাম৷ তাই ফলাফল অনেকটা আগেই অনুমেয় ছিল। কিন্তু ফলাফলটা মোটেও সহজ ছিল না৷ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টস করতে নামেন তৎকালীন বাংলাদেশ দলের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী৷

টস ভাগ্য জুটে বাংলাদেশের পক্ষে। টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নিজেদের ইতিহাসের প্রথম টেস্টেই বাংলাদেশ চমকে দেয় শক্তিশালী ভারতকে৷ প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে বাংলাদেশ স্কোরবোর্ডে দাঁড় করায় ৪০০ রান৷

ওই টেস্টে শতকের দেখা পান আমিনুল ইসলাম বুলবুল৷ যা কিনা বাংলাদেশ ও আমিনুল ইসলামের অভিষেক টেস্ট৷ তাই অভিষেক টেস্টকে আমিনুল ইসলাম বুলবুল স্মরণীয় করেছেন ঐতিহাসিক ভঙ্গিতে। ইতিহাসের পাতায় নাম লেখান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে৷ আউট হওয়ার আগে আমিনুল ইসলাম খেলেন ৩৮০ বলে ১৪৫ রানের দুর্দান্ত ইনিংস৷ ১৭টি চারে তিনি ইনিংসটি সাজান।

অন্যদিকে ৪০০ রানের জবাবে ভারতও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখায়৷ অলআউট হওয়ার আগে ভারতের ইনিংস থামে ৪২৯ রানে৷ বাংলাদেশের হয়ে অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ১৩২ রান খরচায় তুলেন ৬ উইকেট৷ অভিষেক টেস্টে প্রথমবারের মতো ৬ উইকেট পেয়ে আমিনুল ইসলামের মতো টেস্ট ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম লেখান দুর্জয়৷

দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের সামনে রীতিমতো উড়ে যায় বাংলাদেশের ব্যাটাররা৷ মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৬৩ বলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন হাবিবুল বাশার। অন্যদিকে ৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত মাত্র এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। ভারত পায় ৯ উইকেটের বিশাল জয়৷ অভিষেক টেস্ট হারলেও বাংলাদেশের অর্জন কম ছিল না৷ শক্তিশালী ভারতের বিপক্ষে একই টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান ব্যাটার ও পাঁচ উইকেট সংগ্রহকারী বোলার পায় বাংলাদেশ।

আরও পড়ুন: শততম টেস্টে সেঞ্চুরি করেছেন যেসব ব্যাটাররা 

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট