Connect with us
ক্রিকেট

শততম টেস্টে সেঞ্চুরি করেছেন যেসব ব্যাটাররা

Batsmen who have scored a century in the 100th Test
শততম টেস্টে আমলা, ওয়ার্নার, পন্টিংসহ সেঞ্চুরি করেছেন অনেকে। ছবি- সংগৃহীত

প্রত্যেক ক্রিকেটারদের জন্য টেস্ট ক্রিকেট এক আরাধ্যের নাম। ঘরোয়া ক্রিকেটে ব্যাটে-বলে দুর্দান্ত সময় কাটানোর মাধ্যমেই জায়গা হয় টেস্ট দলে। এর জন্য কোনো কোনো ক্রিকেটারকে বছরে পর বছর পারফরম্যান্স করে যেতে হয়৷ 

টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া ক্রিকেটাদের কাছে যেমন স্বপ্ন জয়ের সমান, তেমনি ক্যারিয়ারের শততম টেস্টের আবেদনও ক্রিকেটারদের কাছে অনেক বেশি। ম্যাচটিকে ব্যাটে-বলে স্মরণীয় করতে রাখতে চান ক্রিকেটাররা৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত দশজন ব্যাটার তাদের শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রেখেছেন।

একনজরে শততম টেস্টে শতক-

কলিন কাউড্রে

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে শতক হাঁকান ইংল্যান্ডের কলিন কাউড্রে৷ নিজের সময়ে রীতিমত রান মেশিন ছিলেন এই ইংলিশম্যান৷ ১১৪ টেস্টে ৪৪ গড়ে রান করেছেন ৭৬২৪৷ নিজের শততম ম্যাচটি ছিল ১৯৬৮ সালের অ্যাশেজ সিরিজে৷ বার্মিংহামে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৪৭ বলে ১০৪ রান করেন কাউড্রে৷ তাঁর রানে ভর করে থ্রি-লায়ন্সরা ৪০৯ রানের সংগ্রহ দাঁড় করায়৷ পরবর্তীতে অজিদের বিপক্ষে অ্যাশেজের ওই ম্যাচটি ড্র হয়৷

জাভেদ মিয়াঁদাদ

পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় নাম জাভেদ মিয়াদাঁদ৷ একসময় পাকিস্তানের ব্যাটিং লাইনের ভরসার নামও ছিলেন জাভেদ৷ টেস্ট ক্যারিয়ারে ১২৪ টেস্টে ৫২ গড়ে রান করেছেন ৮৮৩২৷ ১৯৮৯ সালে লাহোরে ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল মিয়াঁদাদের শততম টেস্ট৷ ওই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে মিয়াঁদাদ খেলেন ১৪৫ রানের ঝলমলে ইনিংস।

Javed Miandad

 শততম টেস্টে ১৪৫ রান করেন জাভেদ মিয়াঁদাদ। ছবি- সংগৃহীত  

প্রথম ইনিংসে সঞ্জয় মাঞ্জরেকারের ডাবল সেঞ্চুরির কল্যাণে লাহোর টেস্টে ভারত ৫০৯ রানের সংগ্রহ দাঁড় করায়৷ জবাবে পাকিস্তানও ভারতীয় বোলারদের ছেড়ে কথা বলেনি৷ জাভেদ মিয়াঁদাদের ১৪৫ ও সতীর্থ শোয়েব মোহাম্মদের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তান দাঁড় করায় ৬৯৯ রানের বিশাল সংগ্রহ৷ যদিও পরবর্তীতে ম্যাচটি ড্র হয়, তবে এটি ছিল মিয়াঁদাদের ক্যারিয়ারের অবিস্মরণীয় ম্যাচ৷

গর্ডন গ্রিনিজ

ক্যারিবীয় ব্যাটারদের ইতিহাস ঘাটলে ওপেনিং ব্যাটিং লাইনের সবচেয়ে আলোচিত নামটি ছিল গর্ডন গ্রিনিজ। টেস্ট ক্রিকেটে ১০৮ ম্যাচে প্রায় ৪৫ গড়ে যার রান রয়েছে ৭৫৫৮৷ একসময়ে বাংলাদেশেরও কোচ ছিলেন এই ক্যারিবীয় ব্যাটার৷ ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সর্বশেষ টেস্টটি ছিল গ্রিনিজের ক্যারিয়ারে শততম টেস্ট। ব্যাট হাতে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন গ্রিনিজ৷

Gordon Greenidge

 ইংল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে ১৪৯ রান করেন গর্ডন গ্রিনিজ। ছবি- সংগৃহীত 

টসে জিতে প্রথম ইনিংসে ইংল্যান্ড সংগ্রহ করে ২৬০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনিং ব্যাটার গ্রিনিজ ও হেইন্স ২৯৮ রানের জুটি গড়েন। গ্রিনিজ ২০৭ বলে ১৪৯ রান করে নিজের শততম টেস্টকে স্মরণীয় করে রাখেন৷ তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৮ চার ও তিনটি ছক্কায়৷ ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ৩২ রানে জয়লাভ করে৷

অ্যালেস স্টেওয়ার্ট

দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের শততম টেস্টে শতক হাঁকান অ্যালেস স্টেওয়ার্ট। ২০০০ সালে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে এই কীর্তি গড়েন অ্যালেস৷ ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৮৬ মিনিট ব্যাট করে ১৫৩ বলে করেন ১০৫ রান। ব্রায়ান লারার সেঞ্চুরিতে পরবর্তীতে ম্যাচটি ড্র হয়৷

ইনজামাম-উল-হক

২০০৫ সালে ভারতের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টটি ছিল ইনজামাম-উল-হকের টেস্ট ক্যারিয়ারের শততম টেস্ট৷ শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৫৭০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়৷ তৃতীয় উইকেট জুটিতে ইনজামাম ও ইউনুস খান ৩২৪ রানের জুটি গড়েন৷ ইউনুস খান ডাবল সেঞ্চুরি পেলেও ইনজামাম থামেন ১৮৪ রান করে৷

Inzamam-Ul-Haq

২০০৫ সালে ভারতের বিপক্ষে শততম টেস্টে ১৮৪ রান করেন ইনজামাম। ছবি- সংগৃহীত

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরির খুব কাছে গিয়েও আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন ইনজামাম-উল-হক৷ তবে শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে জায়গা করে নেন জাভেদ মিয়াঁদাদ ও গর্ডন গ্রিনিজদের তালিকায়৷ একই সাথে ম্যাচটি পাকিস্তান ১৬৮ রানে জয়লাভ করে৷

রিকি পন্টিং

২০০৬ সালে সিডনি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে শতক হাঁকিয়ে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন রিকি পন্টিং৷ একই সাথে ইতিহাসের প্রথম অস্ট্রেলিয়ান ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি৷ ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৭৪ বলে ১২টি চার ও ১ ছক্কায় করেন ১২০ রান।

দ্বিতীয় ইনিংসেও সরব ছিল তাঁর ব্যাট৷ ১৫৯ বলে ১৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে আট উইকেটে অস্ট্রেলিয়াকে ম্যাচটি জিতিয়ে মাঠ ছাড়েন পন্টিং৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকান তিনি।

গ্রায়েম স্মিথ

প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে শতক হাঁকান গ্রায়েম স্মিথ৷ ২০১২ সালে দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি৷ শুরুতে টসে জিতে ইংল্যান্ড ৩৮৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায়।জবাবে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় উইকেট জুটিতে হাশিম আমলা ও গ্রায়েম স্মিথ মিলে ২৬৪ রানের পার্টনারশিপ গড়েন৷

Graeme Smith

শততম টেস্টে ১৩১ রান করেন স্মিথ। ছবি- সংগৃহীত

ম্যাচে ৩১১ রান করে থামেন হাশিম আমলা, জ্যাক ক্যালিস করেন ১৮২ রান৷ অন্যদিকে শততম টেস্টে গ্রায়েম স্মিথ খেলেন ২৭৩ বলে ১৩১ রানের ইনিংস৷ এই ত্রয়ীর ব্যাটে চড়ে দক্ষিণ আফ্রিকা ৬৩৭ রানের সংগ্রহ দাঁড় করায়। পরবর্তীতে ম্যাচটি প্রোটিয়াসরা ইনিংস ও ১২ রানে জয়লাভ করে৷

হাশিম আমলা

গ্রায়েম স্মিথের পর দ্বিতীয় প্রোটিয়া ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ড রয়েছে হাশিম আমলার৷ ২০১৭ সালে জোহানসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে এই কীর্তি গড়েন তিনি৷ ওই ম্যাচে ২৬৫ বলে ১৩৪ রান করে ম্যাচটিকে নিজের ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখেন আমলা৷

জো রুট

কলিন কাউড্রে, অ্যালেস স্টেওয়ার্টের পর তৃতীয় ইংলিশ ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে শতক হাঁকান জো রুট৷ ২০২১ সালে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে চেন্নাইতে ভারতের বিপক্ষে এই কীর্তি গড়েন জো রুট৷ ওই টেস্টে রুট ৩৩৭ বলে ২১৮ রানের স্মরণীয় ইনিংস খেলেন। একই সাথে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি৷ ম্যাচটি ইংল্যান্ড ২২৭ রানে জয়লাভ করে৷

ডেভিড ওয়ার্নার

শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর এই তালিকায় এখন পর্যন্ত সর্বশেষ নাম ডেভিড ওয়ার্নার৷ রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় অজি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি৷ ২০২২ সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্ট ম্যাচটি ছিল ওয়ার্নারের ক্যারিয়ারের শততম টেস্ট৷ ওই ম্যাচে ওয়ার্নার প্রথমে ১৪৪ বলে হাঁকান সেঞ্চুরি, এরপর ২৫৪ বলে পৌঁছান ডাবল সেঞ্চুরিতে৷

টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুটের পর নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান ডেভিড ওয়ার্নার। রুট ও ওয়ার্নার ছাড়া টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত এমন কীর্তি নেই আর কোনো ক্রিকেটারের৷

আরও পড়ুন: যেভাবে ইংল্যান্ডে শুরু হয় ক্রিকেটের যাত্রা

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট