Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে সেরার দৌড়ে এগিয়ে কে কে? বাংলাদেশের হয়ে তালিকায় যিনি

Best in world cup
ছবি- সংগৃহীত

ভারতের মাটিতে বসেছে বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় আসর। যে টুর্নামেন্ট নিয়ে দর্শকের উন্মাদনার কমতি নেই কোন। ইতোমধ্যেই অনেকটা নিশ্চিত বিশ্বকাপের শেষ চার দল। ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া কেটেছে সেমির টিকেট। টুর্নামেন্টে অসম্ভব কিছু না হলে পরের স্থানে থাকছে নিউজিল্যান্ড।

ভক্ত সমর্থকরা হিসাব কষছেন তাদের প্রিয় দলের বিশ্বকাপ শেষে অবস্থান নিয়ে। দলের পাশাপাশি ব্যাট হাতে আলো ছড়ানো খেলোয়াড়রাই বা আছেন কে কোন স্থানে। কে এগিয়ে গেলেন বা কে পরলেন পিছিয়ে? কেইবা আছেন সেরার তালিকায়! বাংলাদেশের হয়ে শীর্ষে আছেন কে?

পরিসংখ্যান ঘেটে দেখা যায় বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ৯ ম্যাচ খেলে ৪ শতক হাকিয়ে ৫৯১ রান করেন তিনি। সর্বোচ্চ ১৭৪ রানের ইনিংস খেলেছেন।

বিশ্বমঞ্চে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন রচিন রবীন্দ্র। ৯ ম্যাচের ৫৬৫ রান করার পথে খেলেছেন ৩টি শতক ও ২টি অর্ধ শতকের ইনিংস।

এক ম্যাচ কম খেলে তার ঠিক পেছনেই রয়েছেন ভিরাট কোহলি। ২ শতক এবং ৪ অর্ধশতকে তার রান ৫৪৩। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখন পর্যন্ত কেবল এই ৩ জন ব্যাটসম্যান পার করেছেন ৫০০ রানের কোটা।

এছাড়াও এই তালিকায় ৪ নম্বর অবস্থান করছে ডেভিড ওয়ার্নার। তার রান সংখ্যা ৪৪৬, সাথে রয়েছে দুইটি শতরান ও একটি অর্ধশত রানের ইনিংস। ১টি শতক ও ২টি অর্ধশতক হাকিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ভারতীয় ড্যাশিং ওপেনার রোহিত শর্মা। তার ঝুলিতে রয়েছে ৪৪২ রান।

তালিকায় আরো রয়েছেন:
ছয় নম্বর: রাসি ভান ডার ডুসেনের রান সংখ্যা ৪৪২; শতক ২টি ও অর্ধশতক ২টি।
সাত নম্বর: ডারিল মিচেল করেছেন ৪১৮ রান; শতক ১টি ও অর্ধশতক ২টি।
আট নম্বর: গ্লেন ম্যাক্সওয়েলের সংগ্রহ ৩৯৭ রান; আছে ২টি শতক; সর্বোচ্চ ইনিংস ২০১ রান।
নয় নম্বর: আইডেন মারক্রাম করেছেন ৩৯৬ রান; শতক ১টি ও অর্ধশতক ৩টি।
দশ নম্বর: ইব্রাহিম জাদরানের সংগ্রহ ৪৪২ রান; শতক ১টি ও অর্ধশতক ১টি।

এই তালিকার বাংলাদেশের হয়ে সর্বাধিক রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একটি শতক ও একটি অর্ধশতকে ৩২৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা ১৯ নম্বরে আছেন বাংলাদেশী এই অলরাউন্ডার।

তবে শেষ পর্যন্ত বিশ্বকাপে সেরার লড়াইয়ে কে কতখানি এগিয়ে থাকবে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ১৯ নভেম্বর বিশ্বকাপ মহারনের ফাইনাল অবদি।

 

আরও পড়ুন: শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে আইসিসি 

ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৩/এসএস/এমটি  

 

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট