Connect with us
ক্রিকেট

যারা বিশ্বাস করেন বিশ্বকাপে বাংলাদেশের বাকি ম্যাচগুলোও জেতা সম্ভব

এভাবে আবারও বারবার মাঠে উল্লাস করতে চায় সাকিবের দল। ছবি-ক্রিকইনফো

নিউজিল্যান্ডের সাথে হারের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরের এক পর্যায়ে মুস্তাফিজুর রহমান বলেছিলেন- আমরা তো বাকি ছয় ম্যাচের ছয়টিই জিততে পারি। এবার সেই সুরেই তাল মেলালেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

চলমান বিশ্বকাপে ৩টি ম্যাচ খেলেছে টাইগাররা যার মধ্যে দুটিতেই হেরেছে তারা। বাকি রয়েছে আরো ৬টি ম্যাচ। এখনো সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা। তাবে তার জন্য এই ম্যাচগুলো জেতার বিকল্প নেই টাইগারদের।

আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে দাপুটে জয় পেলেও তার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতেই খারাপ করছে তারা।
তাই চতুর্থ ম্যাচে এসে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সাকিববাহিনী। কিন্তু এই ম্যাচে বিপক্ষ দলটা যেহেতু ভারত তাই ঘুরে দাঁড়ানোটাও হবে খুব কঠিন। তাছাড়া শতভাগ ফিট না হওয়ার কারণে সাকিবের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে এখনই হাল ছেড়ে দিচ্ছে না টাইগাররা। গত মাসেই এশিয়া কাপে ভারতকে পরাজিত করেছে টাইগাররা। জয়ের সেই আত্মবিশ্বাস নিয়েই আজকে মাঠে নামবে তারা।

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৫০ রানের স্কোর অতিক্রম করতে ব্যর্থ হয়েছে টাইগাররা। তবে হাথুরুর বিশ্বাস এই ম্যাচে তার দল ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পাবে। ম্যাচ পূর্ববর্তী এক প্রেস কনফারেন্সে এসব নিয়ে কথা বলেন তিনি।

তিনি বলেন,” এই উইকেটটি সম্ভবত আমাদের এখন পর্যন্ত সেরা ব্যাটিং উইকেট। এমনকি অনুশীলনের উইকেটও ছিল একই রকম, সত্যিই ভালো। গতকাল একটি ভাল নেট সেশন ছিল। আমরা এখনও পর্যন্ত সম্পূর্ণ ব্যাটিং পারফরম্যান্স দেখাইনি। সুতরাং, আমরা একটি সম্পূর্ণ পারফরম্যান্স আশা করি। আমরা জানি যে যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করি তাহলে আমরা ভালো কিছু করতে পারবো।”

তিনি আরও বলেন, “আমরা আসলে প্রতিটি ম্যাচে জেতার আশা নিয়েই মাঠে নামি। গত কয়েকদিনে যা হয়েছে তা থেকে আমরা অনুপ্রাণিত। আমাদের হাতে এখনো ছয়টা ম্যাচ বাকী আছে। আমরা মনে করি এই ছয়টা ম্যাচেই জেতা সম্ভব।”

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

আরও পড়ুন: টানা চার জয়ে বিশ্বকাপে উড়ছে নিউজিল্যান্ড

ক্রিফোস্পোর্টস/১৯অক্টেবর২৩/এমটি/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট