
পৃথিবীটা গোল, যেখান থেকে শুরু, সেখানেই হতে পারে শেষ। এমন প্রবাদকে যেন সত্যি করে দিলেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র। শৈশবের ক্লাব সান্তোস থেকে উত্থান, এরপর ইউরোপ-এশিয়া হয়ে আবারও সেই ঘরের ছেলে ফিরলো ঘরে। আল হিলাল থেকে যোগ দিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে।
ফুটবল বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের খবর অনুযায়ী আগামী বৃহস্পতিবার সান্তোসের হয়ে প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচ খেলতে পারেন নেইমার। সাও পাউলোর পাউলিস্তা সিরি-আ ওয়ান লিগে বোটাফোগোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে গত সোমবার অনুশীলনও করেছেন ব্রাজিল ফুটবল সুপারস্টার।

সোমবার শৈশবের ক্লাব সান্তোসে প্র্যাকটিস করেছেন নেইমার
১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে লড়ছে সাও পাউলোর শীর্ষ লিগে। বোটাফোগে ‘এ’ গ্রুপ থেকে, সান্তোস ‘বি’ গ্রুপ থেকে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৩৫ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।
আরও পড়ুন:
» আর্জেন্টিনার সুবাদে হেরেও ফাইনাল রাউন্ডে ব্রাজিল
» বরিশালকে ফাইনালে তুলে তামিম বললেন ‘মনুরা কেমন আছো?’
গত সপ্তাহে সৌদি আরবের আল হিলাল থেকে ছয় মাসের চুক্তিতে ৩২ বছরের নেইমারকে দলে ভেড়ায় সান্তোস। ২০০৯ সালে ১৭ বছর বয়সে ব্রাজিলের এই ক্লাব থেকেই ফুটবল ক্যারিয়ার শুরু করেন নেইমার। ২০১১ সালে সান্তোসকে ৫০ বছরের মধ্যে প্রথমবার কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতান।

সান্তোস থেকে উত্থান, সেই সান্তোসেই ফেরা নেইমারের।
সান্তোস থেকে ২০১৩ সালে স্পেনের বার্সলোনায় যোগ দিয়ে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় ফরাসি ক্লাব পিএসজিতে যান সময়ের অন্যতম আলোচিত এই ফুটবলার। সেখান থেকে ২০২৩ সালে আল হিলালে যোগ দিয়ে চোটের কারণে গত ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন ৩২ বছরের ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার।
Vai pra cima deles, @NeymarJr! 🐳 pic.twitter.com/XwWLgPobEg
— Santos FC (@SantosFC) February 3, 2025
ছয় খেলায় সান্তোস দুই জয়, এক ড্র ও তিন হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের অস্টম স্থানে, বোটাফোগো ১৩তম স্থানে রয়েছে। একটি করে জয় ও ড্র’য়ের সঙ্গে চার হারে ৪ পয়েন্ট বোটাফোগোর।
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৫/এজে
