Connect with us
ক্রিকেট

ক্রিকেট যখন টি-টোয়েন্টি লিগের দখলে

T-20 League
কয়েক বছর ধরেই নিয়মিত টি-টোয়েন্টি লিগ আয়োজন করছে বিভিন্ন দেশ। ছবি- সংগৃহীত

বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের জয়জয়কার৷ আর্ন্তজাতিক ক্রিকেট থাকুক বা না থাকুক, বছরজুড়ে পৃথিবীর কোনো না কোনো অংশে দাপিয়ে বেড়ায় ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ৷ এমনকি একই সময়ে চলতে থাকে একাধিক লিগ৷ ফলে ক্রিকেটারদেরও দম ফেলার সুযোগ থাকে না৷ বেশ কয়েক বছর ধরেই নিয়মিত টি-টোয়েন্টি লিগ আয়োজন করে আসছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। তালিকায় এবার যুক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও কানাডা। ভবিষ্যতে টি-টোয়েন্টি লিগ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবও৷

ক্রিকেট বিশ্বে প্রথাগত টি-টোয়েন্টি লিগকে ছাড়িয়ে খেলাকে আরো আকর্ষণীয়ভাবে দর্শকদের সামনে উপস্থাপন করছে টি-টেন ও দি হ্যান্ড্রেড৷ টি-টোয়েন্টি ধাঁচ থেকে বেরিয়ে এসে ক্রিকেটকে আরো নতুনত্ব দিয়েছে সংযুক্ত আরব-আমিরাত ও ইংল্যান্ড। তাদের এই ক্রিকেট লিগের কদর বেশ লক্ষণীয়। দর্শকরাও স্বল্প সময়ে কাঙ্ক্ষিত বিনোদন খুঁজে পায় ম্যাচগুলোতে৷

একনজরে বিশ্বজুড়ে যত টি-টোয়েন্টি লিগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)

ফ্রাঞ্জাইজি ক্রিকেট দুনিয়ায় বর্তমানে জনপ্রিয়তার শীর্ষ নামটি বেশ অনুমেয়৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগই বিশ্ব ফ্রাঞ্জাইজি ক্রিকেটের ফ্ল্যাশলাইট৷ ক্রিকেটারও মুখিয়ে থাকে নিলামে নিজের নামটি দেখার জন্য৷ ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে এখন পর্যন্ত ১৬ আসরে চ্যাম্পিয়ন হয়েছে ৭ দল। সর্বোচ্চ পাঁচবার শিরোপার ছোঁয়া পেয়েছে চেন্নাই সুপার কিংস৷ বর্তমান চ্যাম্পিয়নের খেতাবও তাদের গায়ে৷

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)

পাকিস্তানের ছয়টি ঐতিহ্যবাহী শহরকে কেন্দ্র গড়ে ওঠেছে পিএসএল৷ টুর্নামেন্টে রয়েছে ছয় শহরের ছয় দল৷ ২০১৬ সালে শুরু হলেও পিএসএলের জনপ্রিয়তা তুঙ্গে৷ টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটারদের আগ্রহও বেশ৷ প্রায় সব দলেই শোভা পায় ক্রিকেট বিশ্বের বড় নাম। সর্বোচ্চ সফলতার মুখ দেখেছে লাহোর কালান্দার্স। টুর্নামেন্ট দুইবার শিরোপা গেছে লাহোরে৷ সর্বশেষ টানা দুই আসরেরও চ্যাম্পিয়ন তারা৷

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

আইপিএলের ঠিক চার বছর পর ২০১২ সালে মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রথম আসরেই ক্রিকেটের বড় নামদের দলে ভিড়িয়ে চমকে দেয় বিপিএল৷ কখনো সাত, কখনো আট দল নিয়ে মাঠে গড়ায় টুর্নামেন্টটি৷ এখন পর্যন্ত টুর্নামেন্টের ৯টি আসরে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে ৪টি দল৷ একচেটিয়া সাফল্যের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ টুর্নামেন্ট সর্বোচ্চ ৪বার শিরোপা জিতেছে তারা৷

বিগব্যাশ লিগ (বিবিএল)

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টির ঝাঁকঝমকপূর্ণ আসর বিগব্যাশ। ২০১১ সাল থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের শেষ হয়েছে ১২টি আসর৷ সম্প্রতি ফাইনালে সিডনি সিক্সার্সকে হারিয়ে চলতি আসরের শিরোপা জিতেছে ব্রিসবেন হিট৷ বিগব্যাশের সর্বোমোট ১২টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে ছয়টি ভিন্ন দল৷ টুর্নামেন্টে সর্বোচ্চ সাফল্য রচনা করেছে পার্থ স্কর্চার্স। পার্থের ঘরে শিরোপা গেছে সর্বমোট পাঁচ বার। পিছিয়ে নেই সিডনি সিক্সার্স৷ তিনটি শিরোপা জিতে পার্থের পরেই অবস্থান সিডনি সিক্সার্সের৷

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)

বিশ্বজুড়ে ফ্রাঞ্জাইজি ক্রিকেট লিগে ক্যারিবিয়ান ক্রিকেটারদের কদর সবচেয়ে বেশী৷ পেশীর জোরে ও কৌশলী ব্যাটিংয়ে বলকে প্রায়ই মাঠ ছাড়া করতে জানেন তারা৷ ক্যারিবিয়ানদের উপস্থিতি টি-টোয়েন্টি লীগকে অনেকটা-ই জমিয়ে দেয়৷ তাই বছরজুড়ে গোটা দুনিয়ার ফ্রাঞ্জাইজি ক্রিকেট লিগে দাপিয়ে বেড়ান তারা৷ ২০১৩ সালে ক্যারিবিয়ান দ্বীপের ছয় দেশকে নিয়ে ফ্র্যাঞ্জাইজি টি-টোয়েন্টি লিগ আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড৷ এখন পর্যন্ত ১০টি আসরে চ্যাম্পিয়ন হয়েছে ৪টি ভিন্ন ভিন্ন দল৷ সর্বোচ্চ চার বার চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে কাইরন পোলার্ডের ত্রিনবাগো নাইট রাইডার্স৷

আরো যত লিগ

লিগ আয়োজক
টি-টোয়েন্টি ব্লাস্টইংল্যান্ড
সুপার স্ম্যাশ নিউজিল্যান্ড
এসএ-২০দক্ষিণ আফ্রিকা
লঙ্কা প্রিমিয়ার লিগ শ্রীলঙ্কা
ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি সংযুক্ত আরব-আমিরাত
মেজর লিগ ক্রিকেটযুক্তরাষ্ট্র
গ্লোবাল টি-টোয়েন্টি লিগকানাডা

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: কাদের ঝুলিতে সর্বোচ্চ শিরোপা? 

ক্রিফোস্পোর্টস/২৬জানুয়ারি২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট