Connect with us
অন্যান্য

সরকার পতনের পর এবার কী হবে পাপন-সালাউদ্দিনের?

সালাউদ্দিন ও পাপন। ছবি- সংগৃহীত

গেল কিছু দিনে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন গণমানুষের গনতন্ত্র রক্ষার আন্দোলনে রূপ নিলে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এতে পরিবর্তন আসার সম্ভাবনা দেশের সকল ক্ষেত্রে। যেই বদলের হাওয়া নিঃসন্দেহে পড়বে দেশের ক্রীড়াঙ্গনেও। অতীতেও যেমনটা দেখা গেছে সরকার বদলের পর।

দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃত্বে থাকতে দেখা যায় ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ব্যক্তিজন অথবা সরকার কর্তৃক নিয়োজিতদের। অসংখ্য ফেডারেশনে দেখা যায় কখনো খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা ব্যক্তিরাও বসে পড়ছে সংগঠনের গুরুত্বপূর্ণ আসনে। তাই সরকার বদলের পর সকল ক্রীড়া সংগঠনে বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে দেশের অন্যতম দুই ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভেতরেও। তবে এই দুই বোর্ডের সভাপতি যথাক্রমে নাজমুল হাসান পাপন ও কাজী সালাউদ্দিন আইসিসি নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেয়েছেন। তাই এখনও এই দুইজন আছে নিজেদের দায়িত্বে।

তবে এরই মধ্যে উঠেছে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি। বাফুফে সভাপতির পদত্যাগের জন্য ২৪ ঘন্ঠার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশি ফুটবল আলট্রাস নামের সমর্থক গোষ্ঠী। এদিকে বাফুফে নির্বাচন হয় ফিফার নিয়ম অনুযায়ী। তবুও এই দফায় টিকে গেলেও পরবর্তী নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত এই কর্মকর্তার নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম।

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একাধারে ছিলেন হাসিনা সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী। ইতোমধ্যেই মন্ত্রীসভা বাতিলের পর মন্ত্রীত্বের দায়িত্ব হারালেও এখনও বিসিবি সভাপতি আছেন পাপন। এদিকে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আগামী বোর্ড নির্বাচনে থাকবেন না তিনি। তবে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত দায়িত্বে থাকতে পারবেন কিনা তিনি সেটাই দেখার।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য বাংলাদেশের বিকল্প ভেন্যু নিয়ে ভাবছে আইসিসি

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য