Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে যা বললেন পাকিস্তান কোচ

বাংলাদেশ প্রসঙ্গে গিলেস্পি। ছবি- সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলায় মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে নিঃসন্দেহে ফেভারিট হিসেবেই থাকবে টাইগাররা। কেননা জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট ও একটি গোটা দিনের খেলা।

এতে করে বেশ চাপেই আছে পাকিস্তানের সদ্য নিযুক্ত কোচ জেসন গিলেস্পি। নিজের প্রথম অ্যাসাইনমেন্টে ঘরের মাঠে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারের দ্বারপ্রান্তে রয়েছে তার শিষ্যরা। চতুর্থ দিনের খেলা শেষে তাই সংবাদ সম্মেলনে এসে নিজেদের পরিকল্পনা কাজে না আসার কথা স্বীকার করলেন গিলেস্পি।

শেষ দিনে বাংলাদেশ এগিয়ে থেকেই মাঠে নামবে, যা অস্বীকার করেননি এই পাকিস্তান কোচও। বাংলাদেশ ভালো খেলায় তারা ম্যাচে এগিয়ে রয়েছে উল্লেখ করে গিলেস্পি বলেন, ‘বলতে কোন দ্বিধা করব না, এই মুহূর্তে সব দিক বিবেচনায় বাংলাদেশই এগিয়ে আছে। তারা ভালো খেলেছে, এটা অস্বীকার করা যাবে না’ 

কন্ডিশনের দোহাই না দিয়ে বাংলাদেশকে কৃতিত্ব ও পাক বোলারদের ব্যর্থতার দায় দিয়েছেন পাকিস্তান কোচ। তিনি বলেন, ‘কন্ডিশন নিয়ে আমি খুশি, কোনো আপত্তি নেই। হয়তো আমাদের পরিকল্পনা ঠিক কাজে আসেনি। আমরা যতটা ভালোভাবে বল করতে পারতাম, তা করতে পারিনি। প্রতিপক্ষ শক্তিশালী। বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে উপায় নেই। তবে আমাদের বোলাররা আরও ভালো করতে পারত।’ 

গিলেস্পি আরও বলেন, ‘কন্ডিশন দেখে আমাদের মনে হয়েছে এটাই আমাদের সেরা কম্বিনেশন। আগের ম্যাচের পারফরম্যান্স পর্যালোচনা করে আমরা এই ম্যাচে দল সাজিয়েছি। প্রথম ইনিংসে একটা সময় আমরা বাংলাদেশকে চেপে ধরেছিলাম। উইকেট বোধহয় একটু ডাউন ছিল। এসব ক্ষেত্রে আপনি উইকেটের খোঁজে থাকলে হবে না, এটা একটা ট্র্যাপ। আমরা সেই ভুলটাই করেছি।’

দ্বিতীয় টেস্টে শাহিন আফ্রিদিকে না খেলানোর বিষয়ে তিনি বলেন, ‘হয়তো শাহীন থাকলে আরও ভালো হতো। সে অতীতে এসব ক্ষেত্রে অনেক ভালো করেছে। সে ফিট আছে, সেরা ছন্দে আছে এটা নিশ্চিত করা জরুরী। এখন প্রচুর খেলা। আসলে আমরা চাই সে যাতে পাকিস্তানের হয়ে সব ফরম্যাটে, যথেষ্ট ক্রিকেট খেলতে পারে।

আরও পড়ুন: বৃষ্টি না হলে হেসেখেলেই জিতবে বাংলাদেশ, বিশ্বাস সুজনের

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট