Connect with us
ক্রিকেট

টাইমড আউট কি? ক্রিকেটে যত ধরনের আউট রয়েছে

Timed Out
বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়ে ফিরে যাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছবি- সংগৃহীত

ক্রিকেট মাঠে একজন ব্যাটার আউট হতে পারেন ১১ ঢঙে। ক্যাচ, বোল্ড, রান আউট কিংবা এলবিডব্লিউ সচরাচর দেখা গেলেও অন্যান্য আউট দেখা যায় একেবারেই কালেভদ্রে। গত বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে আবির্ভাব হয় টাইমড আউটের। আইসিসির কাগজে-কলমে ‘টাইমড আউট’ লেখা থাকলেও ক্রিকেটের ১৪৬ বছর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের কোনো এক ম্যাচে টাইমড আউটের দেখা পাওয়া যায়৷ সেটাও আবার বিশ্বকাপের মতো বড় আসরে৷

ভারত বিশ্বকাপে গত ৬ নভেম্বর দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হয়৷ ম্যাচে টসে হেরে ব্যাট করে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ের সময় লঙ্কানদের ইনিংসে ২৫তম ওভারের দ্বিতীয় বলে সাদিরা সামারাবিক্রমা সীমানা ঘেঁষা ক্যাচ তুলে দেন, সেটি লুফে মাহমুদউল্লাহ রিয়াদ। তার আউটের পর ছয় নাম্বারে নামার কথা অ্যাঞ্জেলো ম্যাথিউসের৷ কিন্তু মাঠে প্রবেশ করে বল মোকাবেলার জন্য প্রস্তুত হতে তিনি দেরি করে ফেলেন। তখন অধিনায়ক সাকিব টাইমড আউটের আবেদন করলে মাঠে থাকা আম্পায়ারা ম্যাথিউসকে টাইমড আউট হিসেবে ঘোষণা করেন। অর্থ্যাৎ কোনো বল না খেলেই আউট হন ম্যাথিউস৷

এরপর টাইমড আউট নিয়ে চলে বিস্তর আলোচনা-সমালোচনা। কেউ কেউ এই আউট নিয়ে প্রশংসা করলেও অনেকের মতে এটি ক্রিকেট স্পিরিটের সাথে সাংঘর্ষিক। তবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব–এমসিসির নিয়ম অনুযায়ী,‘কোনো ব্যাটার আউট হওয়ার পর তিন মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে কিংবা ক্রিজে থাকা অন্য প্রান্তের ব্যাটারকে বলের মুখোমুখি হতে হবে। কিন্তু যদি তা না হয়, সেক্ষেত্রে তিনি ‘টাইমড আউট’ ঘোষিত হবেন।’

ভারত বিশ্বকাপে সময়টা তিন মিনিট থেকে কমিয়ে দুই মিনিট করা হয়৷ নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাট করতে না পারায় অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট হিসেবে ঘোষণা করা হয়৷ অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথমবারের মতো হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচবার ঘটেছে এমন ঘটনা৷

হেমুলাল যাদব ত্রিপুরা-ওড়িষ্যা(১৯৯৭-৯৮ সাল)

ভাসবার্ট ড্রেকস বর্ডার-ইস্ট লন্ডন(২০০২ সাল)

এজে হ্যারিস নটিংহ্যাম্পশ্যায়ার-ডারহাম(২০০৩ সাল)

রায়ান অস্টিন উইন্ডওয়ার্ড আইল্যান-কম্বাইন্ড ক্যাম্পাস এন্ড কলেজ( ২০১৩-১৪ সাল)

চার্লস কুঞ্জে মাতাবিলিল্যান্ড তাস্কার্স-মাউন্টেইনার্স (২০১৭)

ক্রিকেটে আরো যত ধরনের আউট রয়েছে- 

বর্তমানে ক্রিকেটে একজন ব্যাটার এগারো ধরনের আউট হতে পারেন। যেমন-

বোল্ড: ক্রিকেট মাঠে সুপরিচিত আউটের মধ্যে একটি বোল্ড৷ একজন বোলার বল ডেলিভারি করার পর সরাসরি, ব্যাট-প্যাড কিংবা অন্য কোনোভাবে যদি স্টাম্পে গিয়ে আঘাত করে তাহলে ব্যাটার বোল্ড আউট হবেন।

ক্যাচ আউট: ব্যাটরের ব্যাট থেকে কিংবা গ্লাভস ছোঁয়া উড়ন্ত বল যদি বিপক্ষ দলের কোনো ফিল্ডার তালুবন্দী করতে পারেন তাহলে সেটি ক্যাচ আউট।

এলবিডব্লিউ: বোলারের বল যদি ব্যাটে স্পর্শ না করে সরাসরি ব্যাটারের পায়ে স্পর্শ করে এবং আম্পায়ারের বিবেচনায় যদি মনে হয় বল স্টাম্প লাইনে রয়েছে তাহলে তিনি ব্যাটারকে এলবিডব্লিউ বা লেগ বিফোর উইকেটের আউট দিতে পারেন৷

স্টাম্পিং: ব্যাটার বলে হিট করার আগেই যদি পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে যান অথবা শরীরের কোনো অংশ বা ব্যাট যদি ক্রিজের লাইন স্পর্শ না করে থাকে তাহলে উইকেটরক্ষক বলটিকে ধরে স্ট্যাম্পে আঘাত করলে সেটি স্টাম্পিং আউট হবে৷

রান আউট: ব্যাটার যখন রান নেওয়ার জন্য ক্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ান এবং ক্রিজে তার প্রান্তে পৌঁছানোর আগেই যদি কোনো ফিল্ডার সরাসরি বল তালুবন্দি করে স্ট্যাম্পে আঘাত করেন, তাহলে তিনি রান আউট হবেন।

হিট উইকেট: কোনো ব্যাটার রান নেওয়ার সময় কিংবা ক্রিজে থাকাকালে তাঁর ব্যাট বা শরীরের কোন অংশ যদি স্টাম্পে লেগে বেল পড়ে যায়, তাহলে তিনি হিট আউট হবেন।

অবস্ট্রাকটিং দ্যা ফিল্ড: ফিল্ডার কর্তৃক ছোঁড়া বল উইকেটরক্ষকের হাতে পৌঁছানোর আগেই ব্যাটার যদি ইচ্ছাকৃতভাবে উইকেটরক্ষককে বলটি ধরতে বাধা দেন, তাহলে এ ধরনের আউটকে বলা হয় অবস্ট্রাকটিং দ্যা ফিল্ড আউট৷

হিট দ্যা বল টোয়াইস: বোলারের করা বল কোনো ব্যাটার যদি দুই বার ব্যাট, প্যাড কিংবা শরীর অন্য কোনো অংশ দ্বারা আঘাত করেন তাহলে তিনি ‘হিট দ্য বল টোয়াইস’ আউট হবেন।

হ্যান্ডেল্ড দ্যা বল: বিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া যদি কোনো ব্যাটার ইচ্ছাকৃতভাবে কোনো বলে স্পর্শ বা আঘাত করেন, তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউট।

টাইমড আউট: একজন ব্যাটার আউট হওয়ার পর যদি নতুন ব্যাটার নির্ধারিত তিন মিনিটের মধ্যে ক্রিজে এসে বল মোকাবেলা করতে সক্ষম না হন, তাহলে তিনি টাইমড আউট হবেন।

রিটায়ার্ড আউট: কোনা ব্যাটার যদি অসুস্থতা, ইনজুরি ছাড়া অন্য কোনো কারণে মাঠ ছাড়েন এবং তার পরিবর্তে যদি অন্য ব্যাটার ব্যাট করতে আসেন তাহলে, তিনি রিটায়ার্ড আউট বলে গণ্য হবেন।

আরও পড়ুন: যেভাবে ইংল্যান্ডে শুরু হয় ক্রিকেটের যাত্রা 

ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট