Connect with us
ক্রিকেট

পিচ পাল্টানোর অভিযোগে ভারতকে নিয়ে যা বললো আইসিসি

ICC-BCCI
ছবি- সংগৃহীত

ভারতে চলছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। তবে এই সেমিফাইনালের ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে পিচ পাল্টানোর অভিযোগ উঠেছিলো। 

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদন অনুযায়ী, আইসিসির অনুমতি ব্যতীত ১ম সেমিফাইনাল ম্যাচের আগে নির্ধারিত উইকেটটি পরিবর্তন করেছে বিসিসিআই। তাদের দাবি, ভারত ফাইনালে উঠলে পুনরায় একই কাজ করতে পারে।

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালটি অনুষ্ঠিত হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর প্রথম সেমিফাইনালের জন্য ওয়াংখেড়ের ৭ নম্বর উইকেটটি আগেই নির্ধারণ করে রাখা হয়েছিল। তবে নির্ধারিত ৭ নম্বর উইকেটের পরিবর্তে ৬ নম্বর উইকেটে সেমিফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হয়।
আইসিসি ও বিসিসিআইয়ের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই পিচ পরিবর্তনের বিষয়টি নির্ধারণ করা হয় যা সম্পর্কে দায়িত্বরত অ্যাটকিনসনকেও পরিষ্কার কোন ব্যাখ্যা দেওয়া হয়নি।

পিচ বদলানোর এই অভিযোগটি নিয়ে এবার মুখ খুলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আইসিসি একজন মুখপাত্র জানায়, ‘নির্ধারিত পিচের পরিবর্তে ভিন্ন পিচে খেলা অস্বাভাবিক কিছু নয়। দীর্ঘ সময় ধরে চলতে থাকা কোন টুর্ণামেন্টের শেষ দিকে এসে পিচ পালটানোর ব্যপারটা অনেকটাই স্বাভাবিক। এরকম ঘটনা আগেও কয়েকবার ঘটেছে।’

বুধবার (১৫ নভেম্বর) বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।

 

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট