Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে যা বললেন হৃদয়

what Hridoy said after playing a career-best innings in T20
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

গত বছরের মার্চে ইংল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাওহীদ হৃদয়ের। অভিষেকের পর থেকেই ব্যাট হাতে নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। এবার ক্যারিয়ারের ১৫তম ইনিংসে এসে প্রথম প্রথম টি-টোয়েন্টি ফিফটির দেখা পেলেন এই ডানহাতি ব্যাটার।

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে টানা তিন জয়ে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশে। আজ (মঙ্গলবার) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এই ম্যাচে দলীয় সর্বোচ্চ রান আসে হৃদয়ের ব্যাট থেকে। ৩৮ বলে ৫৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজিয়েছেন ৩ চার ও ২ ছয়ের মারে। টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ারসেরা ইনিংস, পাশাপাশি এটাই তার প্রথম ফিফটি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন হৃদয়। নিজের ক্যারিয়ারসেরা ইনিংস নিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, রান করলে অবশ্যই ভালো লাগে। একজন ব্যাটার হিসেবে আমার কাজ দলের জন্য অবদান রাখা। আমি চেষ্টা করি ফিল্ডিং কিংবা ব্যাটিং করে দলের জন্য অবদান রাখতে। যেদিন শুরুতে ব্যাটিং করি, দলের জন্য যেন ভালো কিছু করার চেষ্টা করি।’

দলীয় ৬০ রানে তিন উইকেট হারিয়ে দল যখন চাপে পড়ে যায়, তখন জাকের আলিকে সঙ্গে নিয়ে চাপ সামলে রানের চাকা সচল রাখেন হৃদয়। তাদের ৫৮ বলে ৮৭ রানের এই গুরুত্বপূর্ণ জুটিই বদলে দেয় ম্যাচের গতিপথ।

এই দুর্দান্ত জুটি নিয়ে হৃদয় বলেন, ‘আমার ব্যাটিং পজিশন অনুযায়ী পাওয়ারপ্লে কিংবা ১৫-১৬ ওভার পর, কিংবা প্রথম ওভারেও নামার প্রয়োজন হতে পারে। ম্যাচের চাহিদা অনুযায়ী আমি ব্যাট করি। আজ দ্রুত ২ উইকেট হারানোয় বড় পার্টনারশিপ প্রয়োজন ছিল। আমি আর জাকের ভাই জুটি গড়েছি। চেষ্টা করেছি চাহিদা অনুযায়ী ব্যাট করার। আমাদের লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রান করা।’

এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হৃদয়। ৩ ইনিংসে ১২৭ গড় ও ১৫৬.৭৯ স্ট্রাইক রেটে ১২৭ রান সংগ্রহ করেছেন তিনি।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চের পর ৯ রানে জিতল বাংলাদেশ 

ক্রিফোস্পোর্টস/৭মে২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট