Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট নিয়ে কী বলল বিসিবি

What BCB said about the World Cup failure investigation report after the meeting
সভা শেষে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি- সংগৃহীত

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দলের ভরাডুবি নিয়ে জল তো আর কম ঘোলা হয়নি। বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছিল। কিছুদিন আগেই কমিটি সেই তদন্তের রিপোর্ট বিসিবির কাছে জমা দিয়েছে। এবার সেই তদন্তের রিপোর্ট প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ (শনিবার) মিরপুরে ক্রিকেট বোর্ডের দশম বোর্ড মিটিং শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি বস বলেন, তিন পৃষ্ঠার প্রতিবেদনে ব্যক্তিগতভাবে কারো নামই উল্লেখ করা হয়নি। সাথে বিসিবির সকল পরিচালককে রিপোর্টের কপি দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আজকের বোর্ড মিটিংয়ের কারণ সম্পর্কে পাপন জানান, চলতি মাসের ৩১ তারিখ বিসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় অর্থ প্রতিবেদন এবং প্রধান নির্বাহীকে অনুমোদন দেয়া হবে। মূলত আসন্ন সাধারণ সভাকে সামনে রেখেই আজকের এই বোর্ড মিটিং ডাকা হয়েছিল। এছাড়াও আজকের মিটিংয়ে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেন্ডার এর বিষয়েও আলোচনা হয়। বিসিবি বস জানান, মার্চ অথবা এপ্রিলের মধ্যেই স্টেডিয়ামের টেন্ডার সম্পন্ন হবে।

পাশাপাশি, তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সাম্প্রতিক সময়ে বিপিএলের ফাইনাল শেষে তামিমের জাতীয় দলে ফেরার গুঞ্জন আরও বেড়েছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য দুই বোর্ড পরিচালককে দায়িত্ব দিয়েছেন পাপন। সভাপতি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্ত রিপোর্ট বিসিবিতে জমা দেয়ার পর দেশের এক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে জানায়, বিশ্বকাপ দলের ব্যর্থতার পেছনে দু’জন পরিচালকের দায় রয়েছে বলে রিপোর্টে এসেছে।

আরও পড়ুন: তিন দিনেই ইংলিশদের হারিয়ে ধর্মশালা টেস্ট জিতে নিল ভারত 

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট