Connect with us
ক্রিকেট

তিন দিনেই ইংলিশদের হারিয়ে ধর্মশালা টেস্ট জিতে নিল ভারত

India won test series by beat England
ভারতের টেস্ট সিরিজের শিরোপা উদযাপন। ছবি- ইএসপিএন

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। এবার সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ইনিংস এবং ৬৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। তৃতীয় দিনেই শেষ হয়েছে ধর্মশালা টেস্ট। দুই ইনিংস ব্যাটিং করেও ইংলিশরা ভারতের প্রথম ইনিংসের রান থেকে পিছিয়ে থেকে ম্যাচ শেষ করেছে। এতে করে ৪-১ ব্যবধানে ঘরের মাঠে ইংলিশদের টেস্ট সিরিজে ধবলধোলাই করে সিরিজ জিতে নিল ভারত।

আজ শনিবার সকালে ভারতকে অলআউট করে ২৫৯ রানে পিছে থেকেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় পড়ে ইংলিশরা। ভারতের বোলিং নৈপুণ্যে ১৯৫ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। এতে দ্বিতীয়বার আর ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি ভারতের, তারা ম্যাচ জিতে নেয় ইনিংস ব্যবধানে।

এদিন সকালে ভারতের শেষ দুই উইকেট তুলে নিয়ে ব্যাটিংয়ে নেমেই ব্যাটিং ব্যর্থতায় পড়ে ইংলিশদের টপ অর্ডার। রবিচন্দ্রন অশ্বিনের বোলিং ঘূর্ণিতে মাত্র ৩৬ রানে প্রথম তিন উইকেট হারায় সফরকারীরা। এরপর জো রুটকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা চালান জনি বেয়ারস্টো। তাদের ৫৬ রানের দুটি ভাঙে বেয়ারস্টো ৩৯ রানে বিদায় নিলে।

তবে আরেক প্রান্তে নিজের অর্ধশত তুলে নেন জো রুট। দলীয় সর্বোচ্চ ৮৪ রান করে কুলদীপ যাদবের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর আর তেমন কেউ উইকেটে টিকে থাকতে পারেননি। ভারতের হয়ে টেস্টে ৩৬তম বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আগের ইনিংসেও চার উইকেট পেয়েছিলেন তিনি। জোড়া উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব এবং জাসপ্রিত বুমরাহ।

এর আগে টেস্টের দ্বিতীয় দিন পুরোটাই ছিল ভারতময়। রোহিত শর্মা এবং শুভমান গিলের শতকে ভর করে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খানও তুলে নিয়েছেন ফিফটি। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসেই অর্ধশতক পেয়েছেন দেভদূত পাদিক্কাল। ১০৩ বলে খেলেছেন ৬৫ রানের একটি ইনিংস।

সংক্ষেপে ম্যাচের বিবরণ বললে, এর আগে প্রথম দিনের খেলায় ২১৮ রানেই গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ইনিংস। ছোট রানের জবাবে ভারত পেয়েছিল ২৫৯ রানের বড় লিড। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অলআউট হয়ে ৬৪ রান এবং এক ইনিংস ব্যবধানে পরাজিত হয় সফরকারী ইংল্যান্ড। এই ম্যাচে অবশ্য টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেট শিকারের দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন জেমস অ্যান্ডারসন

আরও পড়ুন: সিরিজ নির্ধারণী ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট