Connect with us
ক্রিকেট

নিজের শততম টেস্টে বিরল রেকর্ড গড়লেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার। ছবি- গুগল

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের (১৪৫) ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন অজি ডেভিড ওয়ার্নার। এর আগে এই কীর্তি গড়েন শুধু ইংলিশ ব্যাটার জো রুট। ২০২১ সালে ভারতের বিপক্ষে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার।

এদিকে দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে রান খড়ায় ধুঁকছিলেন ডেভিড ওয়ার্নার। মেলবোর্ন টেস্টের আগ পর্যন্ত গত দুই বছরে তার গড় রান ছিল দুই অংকে। সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। গত ১১ ইনিংসে কোনো অর্ধশতকের দেখাও পাননি ওয়ার্নার। অফফর্মের কারণে অনেক সমালোচিতও হয়েছেন তিনি। এবার সব সমালোচনার জবাব দিলেন এই অজি ওপেনার।

এদিন ওয়ার্নার তুলে নেন নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরি। এছাড়া সর্বোচ্চ ডাবল সেঞ্চুরিয়ান অজি ব্যাটারদের মধ্যে এটি যৌথভাবে চতুর্থ। সর্বোচ্চ ১২টি ডাবল সেঞ্চুরি করেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। তালিকার দুইয়ে থাকা রিকি পন্টিং ডাবল হাঁকিয়েছিলেন ছয় বার। ৪টি করে দ্বিশতক নিয়ে যৌথভাবে তিন নম্বরে আছেন গ্রেগরি স্টিফেন চ্যাপেল, স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্ক। আর চারে থাকা বব সিম্পসন ও ডেভিড ওয়ার্নারের ৩টি করে ডাবল সেঞ্চুরি।

অপরদিকে দশ নম্বর ক্রিকেটার হিসেবে নিজের ১০০তম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত শতক করে প্রায় তিন বছরের টেস্টে সেঞ্চুরির খরা ভেঙে বেড়িয়েছেন ওয়ার্নার।

এছাড়া এই সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়ে দিলেন ২৫ সেঞ্চুরির মাইলফলকও।

মেলবোর্ন টেস্টের প্রথম দিনে বোলার গ্রিনের দাপটে প্রোটিয়ারা প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ১৮৯ রানে। সর্বশেষ ৭ ইনিংসেই দুশর কমে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দিনের শেষ বেলায় ব্যাটিং করতে নেমে ১ উইকেটে ৪৫ রান তোলে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২২/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট