Connect with us
ক্রিকেট

কোহলির রেকর্ডের পালকে নতুন মুকুট

গত রাতে অস্ট্রেলিয়াকে হারাতে নায়কের ভূমিকায় ছিলেন কোহলি। ছবি- ক্রিকইনফো

ক্রিকেটে বর্তমান সব থেকে বড় তারকা বিরাট কোহলি। তাকে ভক্তরা ভালোবেসে ‘কিং কোহলি’ নামে ডাকে। একের পর এক রেকর্ড গড়ে এগিয়ে তিনি। সম্প্রতি নতুন আরও একটি রেকর্ডের পালক যুক্ত হয়েছে তার মুকুটে।

ম্যাচের পরিস্থিতি যেমনই হোক না কেন, যেকোন সময় মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি। কখনো সিঙ্গেল ডবলে কখনও বা তান্ডব চালিয়ে দলের প্রয়োজনে সবই করেন । দল যখন খাদের কিনারে থাকে তখনই যেন জ্বলে ওঠে কোহলি। দীর্ঘদিন অফফর্মে থাকলেও আবারও হাসতে শুরু করেছে বিরাটের ব্যাট।

গত টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ইনিংসে একাই ম্যাচ জেতান কোহলি। তারই প্রত্যাবর্তন ঘটল যেন এবারের ওয়ানডে বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। দুই রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ফিরিয়ে আনেন কিং। তার নায়কোচিত ইনিংসের সুবাদে ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পায়। কোহলির হয় নতুন এক রেকর্ড।

রানতাড়া করে জয় পাওয়ার ম্যাচে সবথেকে বেশি রান করার রেকর্ড এখন কোহলির দখলে। ভারতের হয়ে এখন পর্যন্ত ৯২ ইনিংসে রান তাড়া করে জয় পেয়েছেন কোহলি। তিনি করেছেন ৮৮.৯৮ গড়ে ৫৫১৭ রান।

পূর্বে এ রেকর্ডে একে ছিলেন শচীন টেন্ডুলকার। তাকে পিছনে ফেলেছেন কোহলি। শচিন ১২৪টি সফল রান তাড়ায় করেছেন ৫ হাজার ৪৯০ রান, গড় ৫৫।

আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ইতিহাস গড়লেন সৈকত

ক্রিফোস্পোর্টস/৮অক্টোবর২৩/এমকে/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট