Connect with us
ক্রিকেট

মহাশূন্যে বিশ্বকাপের ট্রফি উন্মোচন, আগস্টে আসবে বাংলাদেশে

মহাশূন্যে বিশ্বকাপ ট্রফি। ছবি- আইসিসি
মহাশূন্যে বিশ্বকাপের ট্রফি। ছবি- আইসিসি

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের বাকি আর কয়েক মাস। আগামী অক্টোবরে পর্দা উঠবে বিশ্ব এ আসরের। মঙ্গলবার (২৭ জুন) এবারের আসরের সূচি প্রকাশ করা হবে এছাড়া এদিন থেকেই ১০০ দিনের কাউন্টডাউন শুরু হবে।

তবে এসব কিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে মহাশূন্যে বিশ্বকাপের ট্রফি উন্মোচনের অভিনব ঘটনা। সোমবার ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়। এ ট্রফি বিশেষ প্রযুক্তিতে ভারতের গুজরাটের আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করবে। আগামী ৫ অক্টোবর এই স্টেডিয়ামেই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে।

এদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, মহাশূন্য থেকে নেমে বিশ্বের ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপ ট্রফি। পরে উদ্বোধনী ম্যাচের এক মাস আগে ট্রফি ফিরে যাবে স্বাগতিক দেশে।

অপরদিকে বিশ্ব ভ্রমণে বাংলাদেশেও আসবে বিশ্বকাপ ট্রফি। আগামী ৭ থেকে ৯ আগস্ট বাংলাদেশের দর্শকেরা বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দিতে পারবেন।

বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ:

২৭ জুন থেকে ১৪ জুলাই- ভারতের বিভিন্ন শহর।

১৫-১৬ জুলাই- নিউজিল্যান্ড।
১৭-১৮ জুলাই- অস্ট্রেলিয়া।
১৯-২১ জুলাই- পাপুয়া নিউগিনি।
২২-২৪ জুলাই- ভারত।
২৫-২৭ জুলাই- যুক্তরাষ্ট্র।
২৮-৩০ জুলাই- ওয়েস্ট ইন্ডিজ।
৩১ জুলাই থেকে ৪ অগাস্ট- পাকিস্তান।

৫-৬ আগস্ট- শ্রীলঙ্কা।
৭-৯ আগস্ট- বাংলাদেশ।
১০-১১ আগস্ট- কুয়েত।
১২-১৩ আগস্ট- বাহরাইন।
১৪-১৫ আগস্ট- ফের ভারতে।
১৬-১৮ আগস্ট- ইতালি।
১৯-২০ আগস্ট- ফ্রান্স।
২১-২৪ আগস্ট- ইংল্যান্ড।
২৫-২৬ আগস্ট- মালয়েশিয়া।
২৭-২৮ আগস্ট- উগান্ডা।
২৯-৩০ আগস্ট- নাইজেরিয়া।
৩১-৩ সেপ্টেম্বর- দক্ষিণ আফ্রিকা।
৪ সেপ্টেম্বর ট্রফি ফিরে যাবে স্বাগতিক দেশ ভারতে।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সফর সূচি চূড়ান্ত, উচ্ছ্বসিত মার্টিনেজ যা বললেন

ক্রিফোস্পোর্টস/২৭জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট