Connect with us
অন্যান্য

প্যারিস অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন উগান্ডার দৌড়বিদ

Joshua Cheptegei
জোশুয়া চেপতেগেই। ছবি- সংগৃহীত

প্যারিস অলিম্পিকে পুরুষদের অ্যাথলেটিক্সে ১০ হাজার মিটার ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন উগান্ডার জোশুয়া চেপতেগেই। স্তাদে দে ফ্রান্সে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে এমন কীর্তি গড়তে ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ড সময় নিয়েছেন এই দৌড়বিদ।

এর আগে অলিম্পিকে এই ইভেন্টে সবচেয়ে কম সময়ে ফিনিশ লাইন ছুঁয়েছিলেন ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের। ২০০৮ বেইজিং অলিম্পিকে ২৭ মিনিট ১.১৭ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন কেনেনিসা। যা এবারের প্যারিস অলিম্পিকে ভেঙে দিয়েছেন জোশুয়া ।

দৌড়ের পর জয়ের অনুভূতি প্রকাশ করে জোশুয়া বলেন, আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেকদিন ধরেই এমন কিছুর জন্য অপেক্ষা করছিলাম।

আরও পড়ুন:

» আগামীকাল বন্ধ থাকবে ক্রিকেটারদের অনুশীলন কার্যক্রম

» অলিম্পিক রিংয়ে থাকা কোন রং কি নির্দেশ করে?

এর আগে ২০২০ টোকিও অলিম্পিকে রৌপ্য জিতেছিলেন জোশুয়া। সেবারের স্বর্ণ জয়ে আক্ষেপ এবার ঘুচিয়েছেন এই ২৭ বছর বয়সী দৌড়বিদ। তিনি বলেন, ২০২০ সালে রৌপ্য জিতে আমি অনেক হতাশ হয়েছিলাম। আমি শুধু চাইতাম ১০ হাজার মিটারের ইভেন্টে জিততে।

এছাড়া পুরুষদের অ্যাথলেটিকসেও ১০ হাজার মিটার ও ৫ হাজার ইভেন্টে বিশ্বরেকর্ড রয়েছে জোশুয়ার।

এদিকে এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার বেরিহু আরেগাউই। জোশুয়ার চেয়ে মাত্র ০.৩ সেকেন্ড পেছনে ছিলেন এই দৌড়বিদ। তবে ২০২০ টোকিও অলিম্পিকে তিনি চতুর্থ হয়েছিল।

ক্রিফোস্পোর্টস/৪আগস্ট২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য