Connect with us
ফুটবল

উয়েফা নেশন্স লিগের ড্র; কঠিন গ্রুপে ইতালি, ফ্রান্স ও বেলজিয়াম

UEFE nations league trophy 2024-25
উয়েফা নেশন্স লিগের শিরোপা। ছবি- সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেছে আসন্ন উয়েফা নেশন্স লিগের ড্র। যেখানে মর্যাদার ভিত্তিতে ইউরোপের সকল দলগুলোকে ভাগ করা হয়েছে ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ লিগে। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে ২০২৪-২৫ নেশন্স লিগের আসর।

‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে এক সঙ্গে পড়েছে ইতালি, ফ্রান্স ও বেলজিয়াম। পুরো ড্রয়ের মাঝে ‘গ্রুপ অব ডেথ’ বলা হচ্ছে এই ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপকেই। এই গ্রুপে ২০২২ বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স, ২০২০ ইউরোর চ্যাম্পিয়ন ইতালি ও শক্তিশালী দল বেলজিয়াম খেলবে প্রতিপক্ষ হয়ে; এছাড়াও সঙ্গে থাকবে ইসরাইল।

‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে জায়গা হয়েছে রোনালদোর দল পর্তুগালের। এই গ্রুপে আরও থাকছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। তাছাড়া গ্রুপ ৩ নম্বর গ্রুপে এক সঙ্গে আছে নেদারল্যান্ডস, জার্মানি ও হাঙ্গেরি। স্পেন থাকছে ৪ নম্বর গ্রুপে। তবে লিগ ‘এ’ তে খেলার সুযোগ না পাওয়ায় হতাশ ইংল্যান্ডের সমর্থকরা। এছাড়া নিষেধাজ্ঞায় এই আসরে খেলতে পারবে না রাশিয়া।

এক নজরে নেশন্স লিগের সকল গ্রুপ:

‘এ’ লিগের গ্রুপ

গ্রুপ ১ : পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও স্কটল্যান্ড
গ্রুপ ২ : ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, ইসরায়েল
গ্রুপ ৩ : নেদারল্যান্ডস, জার্মানি, হাঙ্গেরি, বসনিয়া
গ্রুপ ৪ : স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া

‘বি’ লিগের গ্রুপ

গ্রুপ ১ : চেক প্রজাতন্ত্র, ইউক্রেইন, আলবেনিয়া, জর্জিয়া
গ্রুপ ২ : ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস
গ্রুপ ৩ : নরওয়ে, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, কাজাখস্থান
গ্রুপ ৪ : ওয়েলস, আইসল্যান্ড, মন্টেনেগ্রো, তুরস্ক

‘সি’ লিগের গ্রুপ

গ্রুপ ১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া
গ্রুপ ২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার
গ্রুপ ৩ : লুক্সেমবার্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুস
গ্রুপ ৪ : আর্মেনিয়া, ফারো আইল্যান্ড, নর্থ মেসেডোনিয়া, লাটভিয়া

‘ডি’ লিগের গ্রুপ

গ্রুপ ১ : জিব্রাল্টার, সান ম্যারিনো, লিখটেনস্টাইন
গ্রুপ ২ : মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা।

আরও পড়ুন: আল নাসরকে হারিয়ে রিয়াদ সিজন কাপ জিতল নেইমারবিহীন আল হিলাল

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল