Connect with us
ফুটবল

অলিম্পিকের আশা বাঁচিয়ে রাখল ব্রাজিল

Brazil u23: pre-olympic 2024
প্রাক-অলিম্পিকে ব্রাজিল অনূর্ধ্ব-১৯ দল। ছবি- সংগৃহীত

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরে ধাক্কা খেয়েছিল ব্রাজিল। গেল রাতে খেলা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিক ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। এতে করে প্যারিস অলিম্পিকের স্বপ্ন বাঁচিয়ে রাখল ব্রাজিল।

ভেনেজুয়েলার কারাকাসে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে শেষ চারের খেলা জমিয়ে তুলেছে ব্রাজিল। ১-১ সমতার দিকে এগোতে থাকা ম্যাচের একদম শেষ মুহূর্তে এসে গুইলহার্মে বিরোর গোল থেকে এগিয়ে গিয়ে ম্যাচে জয় তুলে নেয় রামোন ম্যানেজেসের শিষ্যরা।

এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের ঘরের মাঠে ব্রাজিলের সঙ্গে সমান টক্কর দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল ভেনেজুয়েলা। তবে একাধিকবার চেষ্টা করেও প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে সক্ষম হয়নি উভয় দলের ফুটবলাররা। এতে করে প্রথমার্ধ থেকে যায় গোলশূন্য।

তবে দ্বিতীয় আর্ধে বেশি অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ম্যাচের ৫৭তম মিনিটে মাউরিসিয়োর গোল থেকে এগিয়ে যায় ব্রাজিল। বক্সের মধ্যে সতীর্থের শট প্রতিপক্ষের গায়ে লেগে প্রতিহত হলে ফিরতি বল পেয়ে প্রথম সুযোগেই জালে জড়ান তিনি।

তবে এর দশ মিনিট বাদেই ভেনেজুয়েলাকে সমতায় ফেরান জোভানি বলিভার। সতীর্থের লম্বা করে বাড়িয়ে দেয়া বল বক্সের মধ্যে বল পেয়ে একটু বামে চেপে আড়াআড়ি শটে গোল করেন তিনি। তবে ম্যাচের৮৮ তম মিনিটে জয়সূচক গোল করে ব্রাজিলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন গুইলহার্মে বিরো।

প্রতিপক্ষের ডিফেন্ডারদের এড়িয়ে মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল দৌড়ে গিয়ে পেয়ে যান বিরো। গোলকিপারকে অনেকটা একা পেয়ে দারুন ফিনিশিংয়ে জালে বল জোড়ান তিনি। এতে করে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা।

এই জয়ে অলিম্পিক বাছায়ের চূড়ান্ত পর্বে সবগুলো দলের দুটি করে ম্যাচ শেষে ব্রাজিল ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্যারাগুয়ে পরপর ২ ম্যাচ ড্র করে তিন নাম্বারে আর্জেন্টিনা। মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে স্বাগতিক ভেনেজুয়েলা।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে অলিম্পিক বাছাইয়ের জন্য খেলা দশ দলের শীর্ষ চার দল নিয়ে চলছে চূড়ান্ত পর্বের খেলা। এই চার দল থেকে সেরা দুটি দল পাবে আসন্ন ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার সুযোগ।

আরও পড়ুন: আল নাসরকে হারিয়ে রিয়াদ সিজন কাপ জিতল নেইমারবিহীন আল হিলাল

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল