Connect with us
ক্রিকেট

জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

Tri-series in January, Australia coming to Bangladesh
মার্চে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসবে অজি মেয়েরা। ছবি- সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজ দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। আগামী জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে জুনিয়র টাইগ্রেসরা। পরবর্তীতে মূল দলের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়ার মেয়েরা।

পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে জানুয়ারির ২০ তারিখ থেকে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সিরিজের সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বিসিবির একটি সূত্র সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে।

মার্চে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসবে অজি মেয়েরা। এই সফরে নিগার সুলতানাদের সাথে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এই সিরিজের ম্যাচগুলো আগামী ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে ম্যাচগুলো খেলবে মেয়েরা।

আরও পড়ুন: বাংলাদেশি পেসারদের প্রশংসায় পঞ্চমুখ কিউই কোচ 

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট