Connect with us
ক্রিকেট

বাংলাদেশি পেসারদের প্রশংসায় পঞ্চমুখ কিউই কোচ

Kiwi coach praises Bangladeshi pacers
টাইগারদের এমন সাফল্যে দলের পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন কিউই হেড কোচ গ্যারি স্টিড। ছবি- সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে গিয়ে তাদেরই ঘরের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে জয় তুলে নিয়েছে। সাদা বলের সংস্করণ দু’টিতে প্রথমবারের মত কিউইদের মাটিতে জয়ের দেখা পেয়েছে লাল সবুজ বাহিনী। টাইগারদের এমন সাফল্যে দলের পেসারদের প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে গণমাধ্যমের মুখোমুখি হন গ্যারি স্টিড। সেখানেই তিনি বলেন, ‘বাংলাদেশের পেসাররা এখন দেশে ও দেশের বাইরে সবখানেই ভালো করছে। বিশ্ব ক্রিকেটের জন্য এটি একটি ভালো দিক। তারা পৃথিবীর যে কোন প্রান্তে গিয়েই আপসেট ঘটানোর সামর্থ্য রাখে। আমরাও তাদেরকে হালকাভাবে নিচ্ছি না। তারা আমাদের থেকে ভালো খেলেই জিতেছে।’

স্টিডের এমন প্রশংসার কারণও আছে। চলতি সফরে বল হাতে বেশ ভালো করছে টাইগার পেসাররা। চলতি সফরে নতুন বলে বলতে গেলে অপ্রতিরোধ্য শরিফুল ইসলাম। তিন ওয়ানডেতে নিয়েছেন ৬ উইকেট। আর ২ টি-টোয়েন্টিতে ৬ ওভার বল করে নিয়েছেন ৪ উইকেট। চলতি সফরে প্রায় ম্যাচেই শুরুর দিকে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন শরিফুল। সাথে মুস্তাফিজ-তানজিম সাকিবরাও বল হাতে দলের প্রয়োজন মিটিয়ে যাচ্ছেন।

টাইগার পেসারদের এমন উন্নতিতে বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের বড় অবদান দেখছেন স্টিড, ‘তাদের কোচরা বোলারদের গ্লোবাল পার্সপেক্টিভ বিবেচনা করে তৈরি করছে। অ্যালান তাদের পেসারদের নিয়ে খুব ভালো কাজ করেছে। এবার নিউজিল্যান্ডে যে তারা আরও শাণিত হয়ে এসেছে, সেটাই আমরা দেখতে পেলাম।’

আরও পড়ুন: এখন আমরা খেলছি, একটা সময় আমরাও হয়ত দলে থাকব না: হৃদয়

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট