Connect with us
ক্রিকেট

শিশিরের জন্মদিনে সাকিবের শুভেচ্ছাবার্তা

Shakib with his family
পরিবারের সঙ্গে সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে আঙুলের চোট পাওয়ার পর থেকেই দীর্ঘদিন যাবত মাঠের বাইরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলেননি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং চলমান টি-টোয়েন্টি সিরিজেও। তবে খেলার মাঠের বাইরে থাকলেও ব্যস্ততার যেন কমতি নেই সাকিবের। মাগুরায় থাকার কারণে নিজের স্ত্রীর জন্মদিনে পরিবারের সাথে থাকতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ঠিকই স্ত্রীর জন্মদিনে কেক এবং শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি। তার দেয়া শুভেচ্ছা বার্তারই মজার এক তথ্য প্রকাশ করেছেন সাকিবের স্ত্রী শিশির।

সাকিব আল হাসান নাকি তার স্ত্রী শিশিরের জন্মদিনে মজা করে তার বয়স ‘মাত্র ২০ বছর’ বলে উল্লেখ করেছেন। জন্মদিনে স্বামীর থেকে পাওয়া শুভেচ্ছা বার্তা নিয়ে নিজের সামাজিক মাধ্যমের একাউন্টে এমনটাই জানান যুক্তরাষ্ট্রে বাস করা শিশির। স্ত্রীর এই বিশেষ দিনে তার পাশে থাকতে পারেননি সাকিব। তবে ঠিকই শিশিরকে ফুল ও কেক পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। স্বামীর এমন কান্ডে শিশিরও বেশ উচ্ছ্বসিত।

নিজের অফিসিয়াল ফেইসবুক একাউন্টে লেখা পোস্টে শিশির জানান, ‘আমাদের বাচ্চাদের সাকিব বলেছে, আমার নাকি আজ ২০ বছর হয়েছে। কথাটাকে আমি তার প্রশংসা বাক্য হিসেবেই গ্রহণ করেছি।’ পাশাপাশি সবাইকে দারুণ সব শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য ধন্যবাদ জানান শিশির।

জম্মদিনের কেক এর ছবিসহ আরেকটি পোস্টে সাকিব পত্নী লেখেন, ‘সে আমাকে বিশেষ মুহূর্ত উপহার দিতে কখনোই ভোলে না। সে অনেক ব্যস্ততার মধ্যেও আমার জন্য জন্মদিনে ভালোবাসা পাঠিয়েছে। নিজেকে বিশেষ ভাবতে এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই।’

উল্লেখ্য, শিশিরের জন্ম হয় ১৯৮৯ সালে নারায়নগঞ্জে। সাকিবের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০১২ সালের ১২ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে ইতোমধ্যে তিনটি সন্তান রয়েছে। তাদের বড় মেয়ে অ্যালাইনার বয়স ৮ বছর। সাকিব বর্তমানে মাগুরায় থাকলেও তার পরিবার যুক্তরাষ্ট্রে রয়েছে।

আরও পড়ুন: সাকিব নাকি শান্ত, ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? 

ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট