Connect with us
ক্রিকেট

চলতি বছর কত টাকা ঢুকছে শতকোটির বিসিবির কোষাগারে?

Bangladesh Cricket Board Logo On Wall
বিসিবি ভবন। ছবি- সংগৃহীত

মাঠের ক্রিকেটে বাংলাদেশ দলের অবস্থান যেমনই হোক না কেন, অর্থের দিক দিয়ে দেশের ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বের অন্যতম ধনী বোর্ডের একটি। বিভিন্ন সময়ই গণমাধ্যমে উঠে আসে শতকোটির বিসিবির আর্থিক স্বচ্ছলতার কথা। প্রতিনিয়ত বাড়ছে বোর্ডের সেই অর্থের পরিমাণ। চলতি বছর বোর্ডের কোষাগারে নতুন করে ঢুকবে আরও বিশাল অঙ্কের অর্থ।

সম্প্রতি বোর্ড সভায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ৩৫৬ কোটি টাকার বাজেট একটি অনুমোদন দিয়েছে বিসিবি। এই বাজেট বিবেচনা করলে অনুমান করা যায় ভালোই আয়ের সম্ভাবনা চলতি বছর আছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিবির।

প্রতিবছর আইসিসির লভ্যাংশ থেকে একটা অংশ পেয়ে থাকে তালিকাভুক্ত ক্রিকেট বোর্ডগুলো। যেখান থেকে বিসিবিও প্রতিবছর পায় অর্থের বড় একটা অংশ। দেশের এক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি থেকে চলতি বছর লভ্যাংশ বাবদ প্রায় ৭২ কোটি টাকা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল বছরের নভেম্বরে টি-স্পোর্টস অ্যান্ড কনসোর্টিয়ামের কাছে দুই বছরের জন্যে টিভি স্বত্ব বিক্রি করেছে ক্রিকেট বোর্ড। চলতি বছরে সেই খাত থেকে প্রায় ১১ কোটি টাকা পাবে বিসিবি। এই টিভি স্বত্ব কেবল জাতীয় পুরুষ ক্রিকেট দলের খেলার জন্যে দিয়েছে বিসিবি। বিপিএল, নারী দল ও বয়সভিত্তিক দলের হিসেব এখানে করা হয়নি।

এছাড়াও ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের কাছে সাড়ে তিন বছরের জন্য মাঠের বিজ্ঞাপন স্বত্ব বিক্রি করেছে ক্রিকেট বোর্ড। এই খাত থেকেই চলতি বছরে প্রায় ১৩ কোটি টাকা পাবে বিসিবি। এদিকে রবি অজিয়াটা লিমিটেড থেকে চলতি বছরে প্রায় ১৪ কোটি ৫০ লক্ষ্য টাকা পাচ্ছে বিসিবি। বর্তমান ড্রিংকিং পার্টনার টি কে গ্রুপ থেকে প্রায় ৬৫ লাখ পেতে পারে বোর্ড।

আরও পড়ুন: ক্লাব ফুটবলে বিশ্ব রেকর্ড গড়ল নেইমারের আল হিলাল

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট