Connect with us
ফুটবল

ক্লাব ফুটবলে বিশ্ব রেকর্ড গড়ল নেইমারের আল হিলাল

Al hilal celebration
জয়ের পর আল হিলালের উদযাপন। ছবি- সংগৃহীত

চলতি মৌসুমে দারুন ভাবে উড়ছে সৌদি ক্লাব আল হিলাল। প্রো লিগে টেবিল সেরা হয়েই শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে তারা। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ইত্তিহাদকে হারিয়ে নতুন এক বিশ্ব রেকর্ড গড়েছে আল হিলাল। যেখানে ক্লাব ফুটবলের ইতিহাসে টানা ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে নেইমার জুনিয়রের এই ক্লাবটি।

গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের দ্বিতীয় লেগের খেলায় আল ইত্তিহাদকে তাদের মাঠেই ২-০ গোলে পরাজিত করেছে আল হিলাল। যেখানে দ্বিতীয় আর্ধে ৬১তম মিনিটে ইয়াসের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করে জয়ের ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম। এর আগে প্রথম লেগে ঘরের মাঠেও ইত্তিহাদকে জোড়া গোলে হারিয়েছিল হিলাল।

এই জয়ের মধ্য দিয়ে সব ধরনের ফুটবলে এটি আল হিলালের টানা ২৮তম ম্যাচে জয়। এর আগে এই রেকর্ডটি ছিল প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টসের দখলে। তারা ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। যেই রেকর্ড ভেঙে দিয়ে এবার নতুন করে লিখল নেইমার জুনিয়রের আল হিলাল। জয়ের বিশ্বরেকর্ড গড়ে দলের কোচ হোর্হে জেসুসের কথা বলেছেন গণমাধ্যমে।

জেসুস বলেন, ‘এটা আসলেই অসাধারণ এক অর্জন। এই রেকর্ডের যারা অংশ তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। তবে আমি যেটা বলে আসছি এখনো যে ট্রফি যতটা গুরুত্বপূর্ণ, রেকর্ড ততটা নয়। আল হিলালের ওপরই এখন নির্ভর করছে যে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে শেষ করাটা। অন্য ক্লাব প্রতিযোগিতায়ও আমাদের লক্ষ্য পূরণ করতে হবে। তখনই শুধু আমরা উদযাপন করতে পারব।’

এদিকে গেল মৌসুমেই আল হিলালের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। যদিও চোটের কারণে লম্বা সময়ের জন্য ফুটবল মাঠের বাইরে চলে গেছেন তিনি। দলে নেইমারের সার্ভিস না পেলেও দারুন ছন্দেই রয়েছে এই সৌদি ক্লাবটি। নতুন এই রেকর্ড গড়ার পথে প্রো লিগে ১৬ ম্যাচ, ঘরোয়া প্রতিযোগিতায় ৩ ম্যাচ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ৯ ম্যাচে প্রতিপক্ষকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে হিলাল।

আরও পড়ুন: কথার লড়াইয়ে জড়িয়ে অ্যান্ডারসনের সামনে দুই বলও টিকতে পারেননি গিল

ক্রিফোস্পোর্টস/১৩মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল