Connect with us
ক্রিকেট

সিরিজ নিশ্চিত এবার মিশন ‘বাংলাওয়াশ’

ভারত বনাম বাংলাদেশ
লিটন দাস ও রোহিত শর্মা। ছবি- গুগল

ঘরের মাঠে ভারত বদের মিশনে সফল টাইগারদের সামনে এবার ‘বাংলাওয়াশ’ হাতছানি দিচ্ছে। ভারতের বিপক্ষে ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার চট্টগ্রামের মাটিতে সিরিজের শেষ ম্যাচে কোহলিদের হারিয়ে রেকর্ড ছুঁতে চায় সাকিব-মিরাজরা।

শনিবার দুপুর ১২টায় চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মাঠে নামবে দুদল।

এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিরাজ-সাকিব ও মুস্তাফিজের বীরত্বে ভারতের বিপক্ষে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

গত ৪ ডিসেম্বর হোম অব ক্রিকেটে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে উদ্ধার করেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শেষ উইকেটে জুটিতে পঞ্চাশের বেশি রান করে বাংলাদেশকে জয়ে রাঙান মিরাজ-মুস্তাফিজ। মেহেদীর অনবদ্য ব্যাটিং ও মুস্তাফিজের দৃঢ়তায় ভারতের বিপক্ষে আসে অবিশ্বাস্য জয়। ১ উইকেটে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ। ৩৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে ইতিহাসের নায়ক হন মিরাজ।

এরই ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর মিরপুরে সিরিজ জেতার মিশনে নেমে মিরাজের করা আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম শতরানের ইনিংসে ভর করে জয়ের ভীত গড়ে বাংলাদেশ। পরে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের দারুণ নৈপুন্যে শেষ বলে ভারতকে হারায় বাংলাদেশ। আর তাতেই ৫ রানের জয় নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে টাইগাররা।

এবার চট্টগ্রামের মাটিতে সিরিজের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায় লাল-সবুজের জার্সিধারীরা। ম্যাচটি জিতলে প্রথমবারের মতো ভারতকে বাংলা ধোলাই করবে টাইগাররা। এর আগে ২০১৫ সালের ধোনির নেতৃত্বে বাংলাদেশের কাছে ১-২ এ হেরেছিল ভারত। এবার বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক টাইগার ওপেনার লিটন দাসের ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ।

আরও পড়ুন: সাদা পোশাকে অস্ট্রেলিয়ার সিংহাসন কেড়ে নিল ভারত

প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর গত ১ ডিসেম্বর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসে ভারত। সফরে তিনটি ওয়ানডের মধ্যে দুটিতে হেরেছে ভারত। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি শনিবার মাঠে গড়াবে। এছাড়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট