Connect with us
ক্রিকেট

জানা গেল আইপিএলের পরবর্তী অংশের সূচি

Which team has won the most titles in the IPL?
আইপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল সপ্তদশ আসর। তবে এবার এক সঙ্গে সম্পূর্ণ টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়নি। এর আগে আসরের প্রথম অংশে খেলা ম্যাচের সময়সূচি প্রকাশ করেছিল দেশটির ক্রিকেট বোর্ড। এবার আইপিএলের পরবর্তী অংশের সূচি ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে।

এর আগে মূলত ভারতের লোকসভা নির্বাচনের কারণে সম্পূর্ণ আসরের সূচি ঘোষণা করেনি বিসিসিআই। ২২ মার্চ থেকে শুরু হওয়া টুর্নামেন্টটির ৭ এপ্রিল পর্যন্ত ১৭ দিনের সুচি প্রকাশ করা হয়েছে। যেখানে আছে ২১ ম্যাচ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হলে প্রকাশ করার কথা ছিল আইপিএলের পরবর্তী অংশের সূচি।

লোকসভা নির্বাচনের কারণে দ্বিতীয় অংশের ম্যাচগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন থাকলেও ক্রিকবাজ বলছে গোটা আসর অনুষ্ঠিত হবে ভারতের মাটিতেই। এবারের আইপিএলে সবমিলিয়ে মোট খেলা হবে ৭৪ ম্যাচ। যেখানে আগামী ২৬ মে চেন্নাইয়ের চিপকে অনুষ্ঠিত হওয়ার কথা বলা রয়েছে ফাইনাল ম্যাচ।

এদিকে দ্বিতীয় অংশের ম্যাচের আগে বিশ্রামের কোন সুযোগ থাকছে না দলগুলোর পরের দিন অর্থাৎ ৮ এপ্রিল থেকেই শুরু হবে বাকি ম্যাচগুলো। প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে আগামী ২১ মে। এলিমিনেটর হবে ২২ মে। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২৪ মে চেন্নাইয়ে।

আরও পড়ুন: সিলেট টেস্টে ৩২৮ রানে বাংলাদেশের লজ্জার হার

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট