Connect with us
ক্রিকেট

ম্যাচ প্রিভিউ: বেঙ্গালুরু-পাঞ্জাব, জয়ে ফিরবে কোহলিরা?

Match preview_Bengaluru-Punjab
আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি বেঙ্গালুরু-পাঞ্জাব। ছবি- সংগৃহীত

সম্প্রতি নারী আইপিএলে চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে আইপিএলে পুরুষদের সংস্করণেও চ্যাম্পিয়ন হবে বেঙ্গালুরু–এমনটাই প্রত্যাশা করছে আরসিবির সমর্থকরা। তবে প্রত্যাশার প্রথম পদক্ষেপেই দর্শকদের হতাশ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার দিয়ে চলতি আসর শুরু করেছে কোহলি-ডু প্লেসিরা৷ আজ নিজেদের দ্বিতীয় ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বেঙ্গালুরুর হারের দিনে দিল্লি ক্যাপিট্যালসকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে পাঞ্জাব কিংস। ফলে এ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে পাঞ্জাব৷

দুই দলের শক্তিমত্তার হালচাল:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে গড়াবে আজকের ম্যাচ৷ যেখানে ব্যাটারদের জন্য রয়েছে রানের পাহাড় গড়ার সুযোগ৷ ২০১৮ সাল থেকে এই ভেন্যুতে ওভার প্রতি রান এসেছে ৯.৪৬ করে৷ ফলে ২০০ রানও এখানে অনিরাপদ বলা যায়৷ তাই দুই দলের ব্যাটারদের লক্ষ্য থাকবে বড় সংগ্রহের দিকে৷

চেন্নাইয়ের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারের মূল কারণ ছিল মুস্তাফিজুর রহমানের অফ-কাটার পড়তে না পারার ব্যর্থতা। ফলে তার সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয় আরসিবির ব্যাটারদের৷ পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটাররা৷ কারণ পাঞ্জাব কিংসের বোলিং লাইনে রয়েছেন আর্শদ্বীপ সিং৷ যার বোলিংয়ে রয়েছে দুর্দান্ত সব অফ-কাটার, এমনকি সম্প্রতি বোলিংয়ে নতুন অস্ত্র হিসেবে যোগ করেছেন লেগ-কাটার। ফলে আর্শদ্বীপের মোকাবেলায়ও আরসিবি ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে।

অবশ্য শুধু আর্শদ্বীপ নয়, দলটির প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বিরুদ্ধেও আরসিবির রেকর্ড মোটেও সুখকর নয়৷ রাবাদার মোকাবেলায় বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি এখন পর্যন্ত ১৩ বলে ১৬ রান করেছেন, আউট হয়েছেন দুইবার৷ ভিরাট কোহলি করেছেন ২৪ বলে ২৭ রান, আউট হয়েছেন তিনবার৷ গ্লেন ম্যাক্সওয়েল ও দিনেশ কার্তিকের রেকর্ডও তাদের নামের পাশে বড্ড বেমানান৷ ফলে আর্শদ্বীপ ও রাবাদাকে আরসিবির ব্যাটাররা আজ কিভাবে মোকাবেলা করে সেটাও দেখার বিষয়৷

আইপিএলে এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ের পাল্লায় সবচেয়ে ভারী নাম পাঞ্জাব কিংস৷ ৩১ ম্যাচে তাদের জয় রয়েছে ১৭টি, বাকি ১৪ ম্যাচে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷

গত ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারা আলজারি জোসেফের জায়গায় দলে ঢুকতে পারেন ইংলিশ পেসার রিস টপলি। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া পাঞ্জাব কিংস আজ একাদশে কোনো পরিবর্তন না এনেই খেলতে পারে৷

যেমন হতে পারে প্লেইং ইলেভেন:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফাফ ডু প্লেসি, ভিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত, দিনেশ কার্তিক, রিস টপলি, করণ শর্মা, মোহাম্মদ সিরাজ, মায়াঙ্ক দাগার।

পাঞ্জাব কিংস: শিখর ধাওয়ান, জনি বেয়ারেস্টো, প্রভসিমরণ সিং, সাম কারান, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, হারপ্রিত ব্রার, আর্শদ্বীপ সিং, কাগিসো রাবাদা, রাহুল চাহার৷

আরও পড়ুন: জানা গেল আইপিএলের পরবর্তী অংশের সূচি 

ক্রিফোস্পোর্টস/২৫মার্চ২৪/টিএইচ/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট