Connect with us
ক্রিকেট

পাকিস্তানের রাজত্ব দুদিনও টিকল না

নিজেদের মাঠে নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে টানা চার জয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার রাজত্ব কেড়ে নিয়েছিল পাকিস্তান। ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে যায় বাবর আজমরা। তবে তাদের সেই রাজত্ব টিকল মাত্র দুদিন।

রবিবার ওয়ানডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে হেরে যায় পাকিস্তান। আর এতেই এক ধাক্কায় র‌্যাঙ্কিংয়ের তিনে নেমে যায় তারা। এর আগে গত ৫ মে শুক্রবার ১০২ রানের বিশাল ব্যবধানে জিতে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে দিয়েছিল পাকিস্তান।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে অবস্থান করছিল পাকিস্তান। টানা চার জয়ে ৭ পয়েন্ট বেড়ে ১১৩ রেটিং নিয়ে এক নম্বরে যায় দলটি। সমান রেটিং দুইয়ে চলে যায় অস্টেলিয়া আর তিনে ভারত। নেট রানরেটে এগিয়ে থাকায় পাকিস্তান রাজত্ব পায়। তবে সেই রাজত্ব পাকাপোক্ত করতে পারলো না দলটি। শেষ ম্যাচে ৪৭ রানে হেরে ৩ নম্বরে নেমে আসতে হয় তাদের। তবে সিরিজটি ৪-১ জিতে নিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন: এশিয়া কাপের ট্রফি হাতে মেসির মতো উদযাপনের রহস্য কি?

রবিবার হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে করাচি ন‍্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। এদিন সবকটি উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে নিজের শততম ম্যাচটি রাঙাতে পাড়লেন না বাবর। র‌্যাঙ্কিং রাজত্ব ধরে রাখার মিশনেও ব্যর্থ হয় পাক শিবির। ২৫২ রানে থামে পাকিস্তানের রানের চাকা। পাক অধিনায়ক ৫ বলে করেন ১ রান। টপ অর্ডার ব্যাটারদের বড় ব্যর্থতায় ৪৭ রানে হারে তারা।

ক্রিফোস্পোর্টস/৮মে২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট