Connect with us
ক্রিকেট

বিশ্বকাপে যে রেকর্ড এই চার ক্রিকেটার ছাড়া আর কারো নেই

wiket taker boler in first ball
বিশ্বকাপে এই কীর্তি সর্বপ্রথম গড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ছবি- সংগৃহীত

যে কোনো বোলারের স্বপ্ন থাকে, ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নেওয়ার। আর সেটা যদি বিশ্বকাপের মত মঞ্চ হয়, তাহলে তো ইতিহাসের পাতায় নাম তোলার সুযোগ পেয়ে যান। বিশ্বকাপে এই কীর্তি সর্বপ্রথম কে গড়েছিল জানেন? বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা প্রথম ২০১৪ বিশ্বকাপে এই কীর্তি গড়েন। দেখে নেওয়া যাক, ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নেওয়ার তালিকায় কারা আছেন-

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে উইকেট নিয়েছেন যারা

বোলারপ্রতিপক্ষসাল
মাশরাফি বিন মুর্তজা (বাংলাদেশ)আফগানিস্তান২০১৪
শাপুর জাদরান (আফগানিস্তান)হংকং২০১৪
রুবেন ট্রাম্পলম্যান (নামিবিয়া)স্কটল্যান্ড২০২১
রুবেন ট্রাম্পলম্যাম (নামিবিয়া)ওমান২০২৪
আর্শদীপ সিং (ভারত)যুক্তরাষ্ট্র২০২৪

মাশরাফি বিন মুর্তজা :

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মত প্রথম বলেই উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান টাইগার পেসার মাশরাফি বিন মুর্তজা। কীর্তিটি মাশরাফি গড়েন ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে। সে বছর ১৬ মার্চ বিশ্বকাপের প্রথম রাউন্ডে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান নড়াইল এক্সপ্রেস। এর মাধ্যমেই বিশেষ রেকর্ডে নাম তুলে ফেলেন ম্যাশ। বিশ্বকাপে এমন ঘটনা এই প্রথম।

Mashrafee

মাশরাফি বিন মুর্তজা। ছবি- সংগৃহীত

আরও পড়ুন :

» আফগানিস্তানে ক্রিকেট কেন এতো জনপ্রিয়?

» পিসিবিতে ‘সার্কাস করেন জোকাররা’, বললেন সাবেক পাক ক্রিকেটার

» হাসিনার পতনের আগের দিন যেভাবে বড় দান বাগিয়েছেন সাকিব!

শাপুর জাদরান :

মাশরাফির পর ওই একই আসরে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তি গড়েন আফগান পেসার শাপুর জাদরান। ওই ম্যাচটিও বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচ ছিল। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হংকংয়ের ব্যাটার ইরফান আহমেদকে বোল্ড করার মধ্য দিয়ে তালিকায় দ্বিতীয় বোলার হিসেবে শাপুরের নাম ওঠে।

Shapoor

শাপুর জাদরান। ছবি- সংগৃহীত

রুবেন ট্রাম্পলম্যান :

এই কীর্তি গড়া তৃতীয় বোলার নামিবিয়ার রুবেন ট্রাম্পলম্যান। তিনি ইতিহাসের একমাত্র বোলার যিনি দু’বার বিশ্বকাপে প্রথম বলে উইকেট নিয়েছেন। এর মধ্যে প্রথমবার ২০২১ বিশ্বকাপে আবুধাবিতে স্কটিশ ওপেনার জর্জ মানসির স্ট্যাম্প উড়িয়ে তালিকায় নিজের নাম তোলেন রুবেন। আর দ্বিতীয়বারের মত প্রথম বলে আউট করেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। আসরের উদ্বোধনী দিনে ০২ জুন বার্বাডোজে ওমানের ব্যাটার কাশ্যপ প্রজাপতিকে এলবিডব্লিউ আউট করেন রুবেন ট্রাম্পলম্যান।

Ruben Trumpelmann

রুবেন ট্রাম্পলম্যান। ছবি- সংগৃহীত

এমনকি পরের বলেও তিনি উইকেট শিকার করেন। ওমানের অধিনায়ক আকিব ইলিয়াসকেও এলবিডব্লিউর ফাঁদে পেলে সাজঘরে ফেরান নামিবিয়ান বোলার। ফলে বিশ্বকাপে ইনিংসের প্রথম দুই বলেই উইকেট নেওয়া একমাত্র বোলারও বনে যান রুবেন ট্রাম্পেলম্যান।

আর্শদীপ সিং :

Arshdeep Singh

আর্শদীপ সিং। ছবি- সংগৃহীত

সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউইয়র্কে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচে ইনিংসের প্রথম বলে স্বাগতিকদের ওপেনার শায়ন জাহাঙ্গীরকে এলবিডব্লিউ আউট করেন আর্শদীপ সিং। এর মাধ্যমে চতুর্থ বোলার হিসেবে বিশেষ এই রেকর্ডে নাম ওঠান ভারতীয় এই পেসার।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৪/এমএস/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট