Connect with us
ক্রিকেট

জানা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের দেখা করার কারণ

জানা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের দেখা করার কারণ

বিশ্বকাপ শেষ, এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। কিন্তু এই সিরিজে তেমন নজর নেই ভক্তদের। বরং সাকিবের রাজনীতিতে গমন এবং তামিমের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়েই বেশি আলোচনা চলছে। সাকিবের মনোনয়ন কেনা ও জমাদান প্রকাশ্যেই হয়েছে। কিন্তু তামিমের রাজনীতির যাত্রা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে নিজের স্ত্রীসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করেন তামিম ইকবাল। আর আসন্ন নির্বাচন ঘিরে এই ছবি নিয়ে শুরু হয় নানান জল্পনা-কল্পনা। তবে এই ছবির কারণ জানিয়েছেন তামিম নিজেই।

গণমাধ্যমকে তামিম জানিয়েছেন, এবারের সাক্ষাতটা ছিল কেবল সৌজন্য সাক্ষাত। সেখানে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। দেশের ক্রিকেট নিয়ে কিছু কথা হয়েছে, তবে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের কথা ছিল না। রাজনীতিতে আসছেন কীনা জানতে চাইলে তা হেসেই উড়িয়ে দেন দেশসেরা এ ওপেনার।

এর আগে গত ৬ জুলাই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের মাঝপথে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলে তামিমকে নিয়ে বেশ নাটকীয় পরিবেশ তৈরি হয়। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তামিম। সেখান থেকে অবসর ভাঙারও ঘোষণা দিয়েছিলেন।

যদিও দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। কিন্তু সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলেননি, আর আসন্ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজেও খেলছেন না দেশসেরা এ ওপেনার। এই সৌজন্য সাক্ষাৎ তাকে কোথায় নিবে, মাঠে নাকি রাজপথে তা নিয়ে ভক্তদের গুঞ্জন এখনো থামেনি।

আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কাছে তামিম, দিলেন স্ট্যাটাস

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট